প্রকাশ সিনহা ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: সন্দেশখালি থেকে বনগাঁ। দুর্নীতি (ED Raid) তদন্তে তল্লাশিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হামলার শিকার হয়েছিল তাদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীও (Central Force)। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাড়ল সতর্কতা। পুর নিয়োগ দুর্নীতির (Municipality Recruitment Scam) তদন্ত অভিযানে বদলে গেল কেন্দ্রীয় বাহিনীর রণসজ্জা!


রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালি ও বনগাঁয় আক্রান্ত হওয়ার পর, পুর নিয়োগ দুর্নীতি তদন্তের অভিযানে বাড়তি সতর্ক CRPF। এর আগে কেন্দ্রীয় এজেন্সির বিভিন্ন অভিযানে যত সংখ্যক CRPF দেখা যেত, এদিন সব জায়গাতেই তার চেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দেখা গিয়েছে। শুধু তাই নয়, অভিযানে যাওয়া বহু জওয়ানকে বাড়তি সতর্কতা অবলম্বন করতেও দেখা গিয়েছে। ইডি হোক বা সিবিআই, কেন্দ্রীয় এজেন্সির বিভিন্ন অভিযানে নিরাপত্তার কারণে সঙ্গে থাকে সিআরপিএফ। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযানে মন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) বাড়ির বাড়ির সামনে পাহারায় থাকা CRPF জওয়ানদের মাথায় দেখা গিয়েছে হেলমেট। গায়ে বডি প্রোটেক্টর শিল্ড। উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়ির সামনেও দেখা গিয়েছে একই দৃশ্য। সেখানে আবার CRPF-এর সঙ্গে ছিল কাঁদানে গ্যাসও। বউবাজারে তৃণমূল বিধায়ক তাপস রায়ের (Tapash Roy) বাড়ির সামনে ঢাল আর লাঠি নিয়ে পাহারা দিতে দেখা যায় CRPF-কে, সঙ্গে ছিল আগ্নেয়াস্ত্রও। 


গত শুক্রবার সন্দেশখালিতে (Sandeshkhali ED Attack) তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি-অভিযান চালাতে গিয়ে রক্তাক্ত হয় ইডি। মারমুখী জনতার মুখে পড়ে আক্রান্ত হয়েছিল কেন্দ্রীয় বাহিনীও। হামলায় ভেঙে যাওয়া গাড়িতে এলাকা ছেড়ে পালাতে হয়েছিল তাঁদের। ওই দিনই প্রায় একই ঘটনা দেখা গিয়েছিল বনগাঁর শিমুলতলায়! সেই প্রেক্ষাপটেই তাদের জওয়ানদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেয় CRPF।  জওয়ানদের নির্দেশ দেওয়া হয়, এই ধরনের অভিযানের সময়, মাথায় পরতে হবে হেলমেট, থাকবে বডি প্রোটেক্টর জ্যাকেট, লাঠি রাখাও বাধ্যতামূলক করা হয়েছে।


সকাল থেকেই শুরু তল্লাশি:
সন্দেশখালি-সন্ত্রাসের এক সপ্তাহের মাথায় ফের অ্যাকশনে ইডি। ভোরের আলো ফুটতেই পুর নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সির ত্রিফলা অভিযান। মন্ত্রী, বিধায়ক ও কাউন্সিলর, একযোগে তিন হেভিওয়েটের ঠিকানায় হানা। এদিন সাত সকালে মন্ত্রী সুজিত বসু ও বিধায়ক তাপস রায়ের বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূল পরিচালিত উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও পৌঁছে যায় কেন্দ্রীয় এজেন্সি। তিন জায়গায় সকাল থেকে চলছে তল্লাশি-অভিযান। 


আরও পড়ুন: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে ED