ঝিলম করঞ্জাই, কলকাতা: গার্ডেনরিচ (Garden Reach), পার্ক স্ট্রিট (park street) ও মোমিনপুর (mominpore)। একযোগে শহরের তিন জায়গায় হানা ইডি (ED) অফিসারদের। নির্দিষ্ট ভাবে কোন মামলায় এই অভিযান (raid) স্পষ্ট নয়। তবে আপাতত যা শোনা যাচ্ছে তাতে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার জেরেই শহরজুড়ে তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মোমিনপুরে সম্ভবত এক বস্ত্র ব্য়বসায়ী (draper) সন্ধানে যান ইডি অফিসাররা।
যে পথে খোঁজ...
এদিন এক বস্ত্র ব্যবসায়ীর সন্ধানে মোমিনপুরের ময়ূরভঞ্জ রোডে পৌঁছন ইডি আধিকারিকরা। কিন্তু সম্ভবত সেখানে ওই ব্যবসায়ীর খোঁজ মেলেনি। সেখান থেকে ওই ব্যবসায়ীর এক আত্মীয়কে নিয়ে বিন্দুবাসিনী স্ট্রিটের একটি আবাসনে হানা দেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর,আবাসনের এক তলায় বস্ত্র ব্যবসায়ীর ফ্ল্যাট। সম্ভবত এই মুহূর্তে ওই ব্যক্তি বাড়িতে নেই। তবে তাঁর মা-বাবা রয়েছেন। তাঁদের সঙ্গেই কথা বলছেন ইডি আধিকারিকরা। কী বিষয়ে কথা সেটা অবশ্য় স্পষ্ট নয়। তবে ওই ব্যবসায়ীর আত্মীয় জানাচ্ছেন, কোনও আর্থিক বিষয়ের ব্যাঙ্ক লেনদেন নিয়েই জানতে চায় ইডি। ঘণ্টাখানেক ধরে ওই আবাসনেই রয়েছেন আধিকারিকরা।
প্রেক্ষাপট...
এদিন সকালে সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র তিনটি দল বেরিয়ে যায়। শহরজুড়ে একযোগে তল্লাশির জন্যই এই তৎপরতা। একটি দল গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়িতে যায়। তাতে দুই মহিলা অফিসারও ছিলেন বলে খবর। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ব্যবসায়ীর বাড়ি ঘিরে তল্লাশি অভিযান চলছে। অন্য দিকে পার্ক স্ট্রিট থানা এলাকার ৩৪-এ নম্বর ম্যাকলয়েড স্ট্রিটের একটি বহুতলে এক আইনজীবীর খোঁজে হানা দেন ইডি আধিকারিকদের দ্বিতীয় দলটি। আর তৃতীয় টিম পৌঁছয় মোমিনপুরে। সূত্রের খবর, তিনটি অভিযানের নেপথ্যেই যোগসূত্র রয়েছে। কিন্তু সেটা কী? হয়তো আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। উল্লেখ্য, এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎপরতার পর গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির অভিযোগে সে বার টানা জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয় পার্থকে যার জেরে তোলপাড় পড়ে যায় বঙ্গ রাজনীতিতে। তদন্তকারীরা জানান, পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা, বিদেশি মুদ্রা, বেনামি সম্পত্তির নথি, বহু সংস্থা ও বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার হয়েছে। এদিনের অভিযানের নেপথ্যে কী রয়েছে, সেটা অবশ্য এখনও ধোঁয়াশায় ভরা।
আরও পড়ুন:অতীতেও হামলা ছাত্রনেতা আনিস খানের ভাইয়ের উপর, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের