প্রকাশ সিনহা, কলকাতা :  গতকাল থেকেই ইডি অভিযান চলছিল। আজ কলকাতায় ফের টাকার পাহাড় উদ্ধার হল কলকাতা থেকে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তারাতলায় ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা পেল ইডি।       

Continues below advertisement

টাকার পরিমাণ ছাড়াতে পারে ২ কোটিও !

ED সূত্রে খবর, এখনও পর্যন্ত পাওয়া গেছে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা। টাকার পরিমাণ আরও বাড়তে পারে, এখনও চলছে গণনার কাজ। গতকাল থেকে এই অভিযান চালাচ্ছে ED। ইডি সূত্রে খবর, টাকার পরিমাণ ছাড়াতে পারে ২ কোটিও। সূত্রের খবর, এই টাকা সম্ভবত অন্য কোনো বিশেষ বিশেষ ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল।        

Continues below advertisement

কী কারণে এত টাকা লুকোনো?

জানা গিয়েছে মঙ্গলবারই পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে অভিযান শুরু করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারীরা শুধুই বেলেঘাটা নয়, কলকাতার আরও ৪টি জায়গায় তল্লাশি অভিযান চালায়। সূত্রের দাবি, পুর-দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত এরা। তাহলে কি এই দুই ব্যবসায়ীই লিঙ্কম্যান ? ব্যবসায়ী দুই ভাইয়ের কাছে কি সেই কারণে এত টাকা লুকোনো? কাদের টাকা, কার হাতে তুলে দেওয়া ছিল উদ্দেশ্য, জানতে তদন্ত চালাচ্ছে ইডি। 

এবিপি আনন্দর প্রতিনিধিকে ধাক্কা

আর এই খবর করতে গিয়ে ভয়ঙ্কর ভাবে বাধা পেল এবিপি আনন্দ। খবর কভার করতে গেলেই কয়েকদন লোক এসে প্রথমে ঢুকতে বাধা দেন। তারপর অকথ্য ভাষায় গালাগালি দেয় তারা। তারপর কেড়ে নেওয়ার চেষ্টা হয় বুম মাইক। তারপর গলায় ধাক্কা দেওয়া হয়। এরপর এবিপি আনন্দর প্রতিনিধিদের প্রাণে মারার হুমকিও দেওয়া হয়।               

গতকাল থেকেই ইডি এই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালাচ্ছে। আর প্রতিবারের মতোই পুঙ্খানুপুঙ্খ খবর করছে এবিপি আনন্দ। ED-র অভিযান চলাকালীন মেনগেটের বাইরে দাঁড়িয়ে ছিলেন এবিপি আনন্দর প্রতিনিধি ভিতরে ছিল ED-র গাড়ি, আচমকা ৩-৪ জন এসে ধাক্কা দেয়, ছবি তুলতে বাধা দেয়।  প্রথমে গায়ে ও গলায় সজোরে ধাক্কা দেওয়া হয়। এরপর ছবি তুলতে বাধা দেওয়া হয়। কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, ক্যামেরা ও বুম।  

সম্প্রতি রাজ্য়ের দমকলমন্ত্রী সুজিত বোস ও  দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান নিতাই দত্তের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালায় ইডি। তল্লাশি চলে সুজিত বোসের ছেলের রেস্তোরাঁতেও।