কলকাতা: দেশের ২২টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে চিহ্নিত করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC). UGC-র তরফেসেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাদের ওয়েবসাইটে। এই তালিকায় পশ্চিমবঙ্গের দু’টি প্রতিষ্ঠানের নামও রয়েছে তালিকায়। তবে সবচেয়ে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে দিল্লিতে। (UGC Fake Universities)

Continues below advertisement

কোনও রকম স্বীকৃতি ছাড়া, নিজেদের বৈধ বলে দাবি করে যে সমস্ত প্রতিষ্ঠান কাজ চালিয়ে যাচ্ছে, সেগুলিকেই ভুয়ো বলে গণ্য করছে UGC. বলা হয়েছে, ১৯৫৬ সালের UGC আইন অনুযায়ী এই ভুয়ো বিশ্ববিদ্য়ালয়গুলির কারও হাতে ডিগ্রি তুলে দেওয়ার অধিকার নেই। ফলে এই ২২টি ভুয়ো বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করা শিক্ষাগত যোগ্যতা পেশাগত এবং শিক্ষাগত ভাবে বেআইনি বলে গণ্য করা হবে। (UGC News)

চলতি বছরের অক্টোবর মাসে UGC-র দেওয়া তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে রাজধানী দিল্লিতে। এর পরই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ। পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই রাজ্যের নিরিখে তালিকা প্রকাশিত করার কথা জানিয়েছে UGC.

Continues below advertisement

দিল্লি: ২২টির মধ্য়ে ১০টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ই দিল্লিতে অবস্থিত। সেগুলি হল, ১) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি (AIIPHS), ২) কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দরিয়াগঞ্জ, দিল্লি, ৩) ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, দিল্লি, ৪) ভোকেশনাল ইউনিভার্সিটি দিল্লি, ৫) ADR-সেন্ট্রিক জুরিডিক্যাল ইউনিভার্সিটি, ADR হাউজ, রাজেন্দ্র প্লেস, নয়াদিল্লি, ৬) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ৭) বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট, রোজগার সেবাসদন, দিল্লি, ৮) আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় (স্পিরিচুয়াল ইউনিভার্সিটি) রিঠালা, রোহিণী, দিল্লি, ৯) ওয়র্লড পিস অফ ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, পীতমপুরা, নয়াদিল্লি, ১০) ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কোটলা, মুবারকপুর।

উত্তরপ্রদেশ: চারটি বিশ্ববিদ্যালয় ভুয়ো যোগীরাজ্যে। ১) গাঁধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগ, ২) নেতাজি সুভাষচন্দ্র বোস ইউনিভার্সিটি (ওপেন ইউনিভার্সিটি), আলিগড়, ৩) ভারতীয় শিক্ষা পরিষদ, ভারত ভবন, ফৈজাবাদ, ৪) মহামায়া টেকনিক্যাল ইউনিভার্সিটি, নয়ডা।

অন্ধ্রপ্রদেশ: ১) ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, ২) বাইবেল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ।

পশ্চিমবঙ্গ: বাংলার দু’টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলছে UGC, ১) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা, ২) ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ. ডায়মন্ড হারবার রোড।

মহারাষ্ট্র: মহারাষ্ট্রে একটি ভুয়ো বিশ্ববিদ্যালয়, রজা আরবিক ইউনিভার্সিটি, নাগপুর। 

পুদুচ্চেরী: পুদুচ্চেরীর শ্রী বোধি অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন-কে ভুয়ো বলছে UGC. ২০২২ সালে কেরল এবং কর্নাটকে রজা আরবিক ইউনিভার্সিটি এবং শ্রী বোধি অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন-কে ভুয়ো প্রতিপন্ন করে UGC.

কেরল ও কর্নাটক: বদাগানভি সরকার ওয়র্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি, গোকাক, বেলগাম ও সেন্ট জনস ইউনিভার্সিটি কিসানপত্তনম।

অন্য দিকে, UGC ১০১টি বিশ্ববিদ্যালয় এবং ক্য়াটেগরি ১-এর ২০টি প্রতিষ্ঠানকে ওপেন এবং ডিসট্যান্সে পড়ানোর অনুমোদন দিয়েছে ২০২৫-’২৬ অর্থবর্ষে, যা জুলাই-অগাস্ট থেকে শুরু হয়েছে।

দেখে নিন UGC-র ওয়েবসাইটে গিয়ে- https://www.ugc.gov.in/universitydetails/Fakeuniversity


Education Loan Information:

Calculate Education Loan EMI