কলকাতা: পশ্চিমবঙ্গে কংগ্রেস ও বামেদের আসন সমঝোতা নিয়ে অসন্তুষ্ট প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশ (Loksabha Election 2024)। কংগ্রেসকে বেছে বেছে কঠিন আসন ছাড়া হচ্ছে বলে অভিযোগ তাঁদের। এই নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি দিলেন চারটি জেলার কংগ্রেস সভাপতি।


কংগ্রেস সভাপতিকে চিঠি: মুর্শিদাবাদের ডোমকলে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের সমর্থনে জোট পার্টি জিন্দাবাদ স্লোগান উঠেছে। কাস্তে হাতুড়ি তারার সঙ্গে হাত চিহ্নের পতাকাও দেখা যাচ্ছে। এই আবহেই সিপিএমের সঙ্গে আসন সমঝোতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি দিলেন দক্ষিণ কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ির জেলা কংগ্রেস সভাপতি এবং ঝাড়গ্রাম জেলার প্রাক্তন কংগ্রেস সভাপতি।


চিঠিতে তাঁরা লিখেছেন, কংগ্রেসের সঙ্গে কোনও আলোচনা না করে একতরফা ভাবে প্রার্থী ঘোষণা করছে বামেরা।উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা , হাওড়া, নদিয়া, কলকাতা দক্ষিণ, ঝাড়গ্রামের মতো বেশ কিছু আসনে লড়তে চেয়েছিল কংগ্রেস। ওই সব আসনে কংগ্রেসের জয়ের সম্ভাবনা বেশি ছিল। কিন্তু ওই আসনগুলি কংগ্রেসকে ছাড়া হচ্ছে না। বদলে এমন আসন ছেড়ে রাখা হচ্ছে যেখানে কংগ্রেসের জয়ের সম্ভাবনা অনেক কম।


জোট নিয়ে অসন্তোষ প্রকাশ করে রাহুল গাঁধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের কাছেও চিঠির কপি পাঠিয়েছেন জেলা সভাপতিরা। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রস কমিটির সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, “তাহলে সমঝোতা কে করল? সিপিএম বলছে যে আমরা আলোচনা করেছি। আমাদের পার্টি সভাপতি বলছে আমার সঙ্গে আলোচনা না করে সিপিএম ঘোষণা করে দিয়েছে। সুতরাং আমরা তো অন্ধকারে আছে। কার সঙ্গে আলোচনা করে সিপিএম এক তরফা ঘোষণা করে দিল?’’


গত লোকসভা নির্বাচনে বহরমপুর ও মালদা উত্তর - এই দুটি লোকসভা আসনে জয়ী হয় কংগ্রেস। শূন্য় হাতে ফিরতে হয় সিপিএমকে। এবার আসন সমঝোতা করে করে নেমেছে দু দলই।কিন্তু জোট নিয়ে জেলা কংগ্রেস নেতৃত্বের একাংশের অসন্তোষের ছাপ কি ভোটে পড়বে?কংগ্রেস-সিপিএমের ভোট ট্রান্সফার কি ঠিকঠাক হবে? মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম বলেন, “আমরা বাম-জাতীয় কংগ্রেস এবং আমরা চেষ্টা করছি একেবারে দার্জিলিংয়ের পাহাড় থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত নানান শক্তিকে, যারা বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে আর দুষ্কৃতীর বিরুদ্ধে। এই যে বাম এবং কংগ্রেসের মধ্য়ে সমঝোতা হল, রফা হল, তাতে আজকে বিজেপি হোক বা তৃণমূল হোক, একটা আসনও জিততে পারব না, সেই ব্য়বস্থা আমরা করব।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Loksabha Election 2024: মাকে টিকিট দিল বিজেপি, ব্রাত্য বরুণ, এবার কি নির্দল হওয়ার পথে?