কলকাতা: গরুপাচার মামলায় এ বার নয়া তথ্য উঠে এল। অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ও তাঁর স্ত্রী, কন্যা, আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি ইডি-র। ইডি সূত্রে খবর, এমন ১২১টি সম্পত্তি এখন কেন্দ্রীয় তদন্তকারী (Enforcement Directorate) সংস্থার নজরে। এর মধ্যে বীরভূমের (Birbhum News) বোলপুর, গয়েশপুর, নানুর, দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় রয়েছে কিছু (Cattle Smuggling Case)।


মেয়ে সুকন্যার নামে ২৬টি, স্ত্রী ছবির নামে ছ'টি সম্পত্তি কেনেন অনুব্রত!


ইডি-র দাবি, অনুব্রতর নামে ২৪টি, তাঁর মেয়ে সুকন্যার নামে ২৬টি, স্ত্রী ছবির নামে ছ'টি, এ ছাড়াও, অনুব্রতর আত্মীয় শিবানী ঘোষের নামে ১২টি, কমলকান্তি ঘোষের নামে পাঁচটি, রাজা ঘোষের নামে ন'টি এবং পারমিতা ঘোষের নামে চারটি সম্পত্তির হদিশ মিলেছে। ইডি-র দাবি, অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের নামে ৩২টি, তাঁর স্ত্রী মহুয়ার নামে দু'টি এবং বিদ্যুতের মেয়ে অনুশ্রীর নামেও একটি সম্পত্তির হদিশ মিলেছে। 


গরুপাচারকাণ্ডের কালো টাকা সাদা করতেই বিপুল সম্পত্তি কেনা হয়েছে বলে মনে করছে ইডি। ইডি-র একটি সূত্র জানাচ্ছে, বাজারের দামের থেকে ডিড ভ্যালু কম দেখিয়ে জমি কেনাবেচা হয়েছে। যেমন, ২৩ লক্ষ টাকার সম্পত্তি দেখানো হয়েছে ৮ লক্ষ টাকায় কেনা। ২০১৩ থেকে ২২-এর মধ্যে অনুব্রত-সুকন্যার সংস্থা এএনএম অ্যাগ্রো কেমের নামে ৯ কোটি ৭১ লক্ষ ৪২ হাজার টাকার সম্পত্তি কেনা হলেও তার ডিড ভ্যালু দেখানো হয়েছে ৬ কোটি টাকা।


আরও পড়ুন: Anubrata Mondal: নগদে কয়েক কোটির লেনদেন, সম্পত্তি কিনতে টাকা এল কোথা থেকে, অনুব্রত জানালেন...


ইডি-র দাবি, এ ভাবে অনুব্রত বোলপুরের গয়েশপুর মৌজায় ৩০৪ শতক জমি নগদ ১ কোটি ৪১ লক্ষ টাকায় কিনে ধাপে ধাপে কোটি কোটি টাকায় বিক্রি করেছেন। প্রথম ধাপে সওয়া ৬ শতক জমি বিক্রি করা হয়েছিল ১ কোটি ৬৩ লক্ষেরও বেশি টাকায়। পরে দফায় দফায় বাকি জমি বিক্রি করেছেন। গরুপাচারের কালো টাকা সাদা করতেই এভাবে সম্পত্তি বেচাকেনা হয়েছে বলে ইডি-র সন্দেহ। 


নগদেই প্রায় সাড়ে ৬ কোটির সম্পত্তি কেনেন অনুব্রত!


শুধু তাই নয়, নগদেই প্রায় সাড়ে ৬ কোটির সম্পত্তি অনুব্রত কেনেন বলে দাবি ইডি-র। সূত্রের খবর, ২০১৪-র ১০ নভেম্বর থেকে ১৭ নভেম্বরের মধ্যে প্রচুর সম্পত্তি কেনা হয়েছিল। বোলপুরের কালিকাপুর মৌজায় কেনা হয়েছিল সমস্ত জমি। বেশিরভাগেরই দাম মেটানো হয়েছিল নগদে। ইডি-র প্রশ্ন, কোথা থেকে এল এত টাকা? ইডি-র দাবি, ভোলে ব্যোম রাইস মিলকে সামনে রেখে অনুব্রতর স্ত্রী ছবি মণ্ডলের নামে জমি কেনা হয়েছে। এতেই শেষ নয়, নিজের নামেও জমি কিনেছেন অনুব্রত। ২০১৬-য় নিজের নামে দেড় কোটি টাকার সম্পত্তি কেনেন কেষ্ট। এই বিপুল সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এসেছিল, জানতে চাইছে ইডি।