সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Corruption) এবার অয়ন শীলের (Ayan Sil) ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে তলব করল ইডি। আজ সকাল সাড়ে ১০টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার অয়ন শীলের ঘনিষ্ঠ শ্বেতা কামারহাটি পুরসভার কর্মী। ইডি সূত্রের খবর, বান্ধবী শ্বেতাকে একটি গাড়ি দেন অয়ন শীল। অয়নের প্রযোজনা সংস্থার তৈরি ছবিতেও কাজ করেছেন শ্বেতা। এই সমস্ত বিষয়েই শ্বেতা চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে জানা গেছে। 


শ্বেতার বাবার বয়ান: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের যোগসূত্রে উঠে এসেছে শ্বেতা চক্রবর্তীর নাম। কামারহাটি পুরসভায় গিয়ে তাঁকে আশ্বস্ত করেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। কারও চাকরি যাবে না বলে আশ্বাস দেন তিনি। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কামারহাটি পুরসভার সামনে বিক্ষোভ দেখায় সিপিএম। 


নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রোমোটার অয়ন শীলের ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীর খোঁজ মিলেনি না নৈহাটির বাড়িতে। আইনজীবীদের পরামর্শ নিতে শ্বেতা কলকাতায় আছে, ইডি ডাকলে যেতে রাজি। জানান শ্বেতার বাবা অরুণ চক্রবর্তী। একইসঙ্গে তাঁর দাবি, চুঁচুড়ায় ফ্ল্যাট কিনতে মেয়েকে টাকা দিয়েছিলেন। তবে বেলঘরিয়ার ফ্ল্যাটের ব্যাপারে কিছু জানা নেই। মেয়ে বড় হয়েছে, সব কিছু বলে না। অন্যায় করে থাকলে শাস্তি হবে। এও জানান শ্বেতার বাবা অরুণ চক্রবর্তী। 


৫ দফায় গিয়েছিল ৫৫ লক্ষ টাকা: অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে শ্বেতা চক্রবর্তীর অ্যাকাউন্টে ৫ দফায় গিয়েছিল ৫৫ লক্ষ টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে বিস্ফোরক দাবি করে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তিনবার ১০ লক্ষ করে এবং একবার ২০ ও একবার ৫ লক্ষ টাকা পাঠানো হয়েছিল শ্বেতার অ্যাকাউন্টে। এ ছাড়াও, অয়নের সল্টলেকের অফিসে শ্বেতাকে দেওয়া গাড়ির মানি রিসিট মিলেছে। হন্ডা সিটি কেনার জন্য অয়ন শ্বেতাকে টাকা দিয়েছিলেন বলে ইডি-র দাবি। সূত্রের খবর, অয়নের সঙ্গে শ্বেতার সম্পর্ক, কেন ৫৫ লক্ষ টাকা শ্বেতার অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, নিয়োগ-দুর্নীতির সঙ্গে শ্বেতার কোনও যোগ রয়েছে কি না, এই সবই অয়নের কাছে জানতে চাইছে ইডি। 


নিয়োগ দুর্নীতির টাকা কি টলিউডে বিনিয়োগ করেছিলেন, শান্তনু বন্দ্য়োপাধ্য়ায় ঘনিষ্ঠ অয়ন শীল? তাঁর প্রযোজনায় রুপোলি দুনিয়ায় পা রেখেছিলেন, তাঁর ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী। অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্য়ায় পরিচালিত কবাডি কবাডি সিনেমাতেও।