প্রকাশ সিনহা, কলকাতা : কয়লাকাণ্ডে (coal scam case) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee) স্ত্রী ও শ্যালিকাকে তলব করল ইডি (ED)। এনফোর্সমেন্ট ডাইরেক্টটরেটের দিল্লি সদর দফতরের অফিসে আগামীকাল অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও পরশু তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকে তলব করা হয়েছে। এদিকে, ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ ইডির তলবে হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই খবর ইডিকে জানিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিকে ইডি সূত্রে খবর, সন্ধে ৬টা পর্যন্ত অপেক্ষা করা হবে, না এলে ফের সমন পাঠানো হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
ইডি সূত্রে কী জানা গিয়েছে
ইডি সূত্রে জানা যাচ্ছে, আগামীকাল সকাল ১১টায় ইডির সদর দফতরে তলব করা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। আর পরশুদিন একই সময়ে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে। ইডি-র তদন্তকারীরা দাবি করছেন, দুটি বিদেশী ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য নিয়ে খোঁজ জানতেই অভিষেকের স্ত্রী-শ্যালিকাকে নোটিস পাঠানো হয়েছে। ইডির তরফে দাবি, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে তারা তদন্ত করতে গিয়ে ব্যাঙ্কক ও লন্ডনের দুটি ব্যাঙ্ক থেকে যে তথ্য পেয়েছেন, সেই প্রসঙ্গে যাচাই করতেই জিজ্ঞাসাবাদ করতে চান তারা।
অভিষেক-রুজিরাকে আগেও তলব
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আগেও ইডির দিল্লির অফিসে তলব করা হয়েছিল। অভিষেক আগের বার জিজ্ঞাসাবাদে হাজির হলেও ছোট বাচ্চাকে ছেড়ে দিল্লি গিয়ে জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ সম্ভব নয় বলেই জানানো হয়েছিল রুজিরার পক্ষে। কলকাতায় ইডির অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে তাদের পক্ষে পৌঁছনো সুবিধা বলেও জানানো হয়েছিল অভিষেক-রুজিরার তরফে।
এদিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব নিয়ে জারি রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেছেন, ' যাঁরা বিজেপি করছে না, নাম লেখাচ্ছে না, তাদেরই ডাকা হচ্ছে। শুভেন্দুকে কেন গ্রেফতার করা হবে না?' অপরদিকে, রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টচার্য বলেছেন, ' এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা ক্লান্ত। ইডির সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।'
আরও পড়ুন- আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরের দফতরে হাজিরা দিচ্ছেন না অভিষেক, কী জানালেন ?