নয়াদিল্লি : আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরের দফতরে হাজিরা দিচ্ছেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আসছেন না। 
ইডি (ED) আধিকারিকদের ইতিমধ্যেই সে কথা জানিয়ে দিয়েছেন অভিষেক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আজ সন্ধে ৬টা পর্যন্ত অপেক্ষা করবেন ইডি’র অফিসাররা। তারপর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয়বার সমন জারি করা হতে পারে। 


 ইডি-র সদর দফতরে তাঁকে ফের সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ
গতবছরের ৬ সেপ্টেম্বর ।  প্রথমবার, দিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। গত সপ্তাহে দিল্লিতে ইডি-র সদর দফতরে তাঁকে ফের সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট অভিযোগ করেন, ' কলকাতায় ফুল ফ্লেজেড অফিস আছে ED র। দিল্লিতে ডাকছে হ্যারাস করার জন্য। আগেরবার যখন ডেকেছিল, তখন ভবানীপুরে উপনির্বাচন। এখন আসানসোল, বালিগঞ্জে উপনির্বাচন। গণতান্ত্রিক রীতিনীতি মেনে আসুন। বাংলার মানুষ আবার জবাব দেবে' 

আরও পড়ুন :


Narendra Modi Virtual Address : বিকেলে প্রধানমন্ত্রীর ভাষণ, মতুয়া ধর্ম মহামেলায় সাজো সাজো রব



প্রেক্ষাপট 
অভিষেকের সঙ্গে একই সুরে অভিযোগ আনেন তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, ' যাঁরা বিজেপি করছে না, নাম লেখাচ্ছে না, তাদেরই ডাকা হচ্ছে। শুভেন্দুকে কেন গ্রেফতার করা হবে না?' 


রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টচার্য বলেন, ' এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা ক্লান্ত। ইডির সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।' 


তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব প্রসঙ্গে ইডি সূত্রে দাবি করা হয়েছে, জিজ্ঞাসাবাদে সব প্রশ্নের উত্তর মেলেনি।  ইডি সূত্রে দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে গোয়েন্দারা যে তথ্য চেয়েছিলেন, সব পাওয়া যায়নি। তাই ফের তাঁকে তলব। এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে দিল্লি যাচ্ছেন না তিনি। এরপর আবার তাঁক ডেকে পাঠানো হতে পারে বলেই সূত্রের খবর।