প্রকাশ সিনহা, কলকাতা: পঞ্চায়েত ভোট (Panchayat Elections) মিটতেই কয়লাকাণ্ডে মলয় ঘটককে ফের তলব করল ইডি (Enforcement Directorate)। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রীকে দিল্লিতে হাজিরা দিতে নির্দেশ। এর আগে ২০ ও ২৬ জুন তলব করা হয় মলয় ঘটককে। সূত্রের খবর, তিনি চিঠি দিয়ে জানিয়েছিলেন পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ত আছেন, ভোট মিটলে হাজিরা দেবেন। সেই মতোই ফের তলব করা হয়েছে মলয় ঘটককে। ইডি সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে রেখে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। 


আগেও তলব: গতমাসে কয়লা পাচার মামলায় মলয় ঘটককে তলব করে ED। দিল্লিতে ED-র সদর দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে, মলয় ঘটক ফোন ধরেননি। এর পর কয়লাকাণ্ডে তলব করা হয়েছে অনুপ মাজিকে। 


পঞ্চায়েত ভোটের আগেও য়লাকাণ্ডে ফের মলয় ঘটককে তলব করেছিল ED। দিল্লিতে ED-র সদর দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য়দিকে, কয়লাকাণ্ডে, অনুপ মাজি ওরফে লালাকে বৃহস্পতিবার তলব করেছে ED। এর আগে, ২১ জুন, সূত্রের খবর, আইনমন্ত্রীকে তলব করা হয়েছিল। কিন্তু, পঞ্চায়েত ভোট এবং রথের ব্যস্ততার কারণ দেখিয়ে, হাজির হননি তিনি। সূত্রের দাবি, ED-কে চিঠি পাঠিয়ে আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে গেছে, তাই ব্যস্ততার জন্য যেতে পারছেন না।


হাজিরার জন্য আরও সময় চেয়েছিলেন মলয়: হাজিরার জন্য আরও সময় চেয়ে চিঠির কপি দিয়েছিলেন দিল্লি হাইকোর্টকেও। কিন্তু, মলয় ঘটককে সময় দিতে নারাজ ED। মলয় ঘটক, একাধারে আইন ও শ্রম মন্ত্রী, অন্যদিকে, খনি এলাকা আসানসোলের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল বিধায়ক। এর আগে, একবারই মাত্র ED’র সামনে হাজিরা দিয়েছেন তিনি। সূত্রের দাবি, কয়লা পাচার মামলায় মলয় ঘটককে ৭ থেকে ৮ বার তলব করা হয়েছিল। কিন্তু, প্রতিবারই হাজিরা এড়ান তিনি।


এই পরিস্থিতিতে, মলয় ঘটক এবারও যদি হাজিরা না দেন, তাহলে কী আইনি পদক্ষেপ করা যায়, সেই বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে ED-সূত্রে দাবি। ED-র তলবের বিষয়ে প্রতিক্রিয়ার জন্য, ফোন করা হলে, ফোন ধরেননি মলয় ঘটক। সব মিলিয়ে কয়লা পাচার মামলা নিয়ে তরজা চলছে।


আরও পড়ুন WB Panchayat Poll Result 2023: মাঠের মধ্যেই পড়ে বোমা, বিস্ফোরণে জখম এক কিশোর-সহ দুই