প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে (Tapas Mondal) ফের তলব করল ED। যে ৬৫৪টি বেসরকারি D.EL.ED কলেজের সঙ্গে তাপস মণ্ডল (Tapas Mondal) যুক্ত ছিলেন, সেই কলেজগুলি সম্পর্কে তথ্য জমা দিতে বলা হয়েছে।
ফের মানিক-ঘনিষ্ঠ তাপসকে তলব ইডি-র
এর আগে, দু’বার তাপসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী ২ নভেম্বর ফের তাপস মণ্ডলকে CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রের দাবি, যে ৬৫৪টি বেসরকারি D.EL.ED কলেজের সঙ্গে তাপস যুক্ত ছিলেন, সেই কলেজগুলি সম্পর্কে তথ্য জমা দিতে বলা হয়েছে তাঁকে।
এর জন্য তাপস মণ্ডলকে লিখিত প্রশ্নমালা আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। ED সূত্রে দাবি, এর আগে জিজ্ঞাসাবাদে তাপস দাবি করেছিলেন, D.EL.ED কলেজে ভর্তি ও অফলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য জানা থাকলেও, প্রশিক্ষিতদের কেউ ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন কি না, তা তাঁর জানা নেই।
যদিও, তদন্তকারী মনে করছেন, তাপস সঠিক তথ্য দিচ্ছেন না। এর পাশাপাশি, মানিক ভট্টাচার্যকে জেরা করে এবং তদন্তে যে বিভিন্ন নথি উদ্ধার হয়েছে, তার থেকে ED’র তদন্তকারীরা মনে করছেন, তাপসের সঙ্গে মানিকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু, মানিক এই বিষয়ে কিছুই বলছেন না। সূত্রের দাবি, এখানেই ED-র অফিসাররা মনে করছেন যে, মানিক তথ্য গোপন করছেন। তদন্তকে বিভ্রান্ত করতে চাইছেন। সেই কারণেই মানিক-ঘনিষ্ঠ তাপসকে তৃতীয়বার তলব করা হয়েছে বলে গোয়েন্দা সূত্রে দাবি।
আরও পড়ুন: Jhalda Municipality: তৃণমূলের কি হাতছাড়া ঝালদা ? কাউন্সিলরের 'দল ছাড়া' নিয়ে জল্পনা তুঙ্গে
প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি, মানিককে ২৮ অক্টোবর অবধি জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। মানিকের স্ত্রীর অ্যাকাউন্টে অনিয়ম, ছেলের সংস্থার অ্যাকাউন্টে ২ কোটি টাকা, মানিক ও তাঁর আত্মীয়দের কোটি কোটি টাকার সম্পত্তি-সহ একের পর এক অভিযোগ তোলেন ইডি-র আইনজীবী। অন্যদিকে, ইডি-র বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে, জামিনের আর্জি জানান মানিকের আইনজীবী।
কিন্তু আদালতে ইডি জানায়, তদন্তে একটি জয়েন্ট অ্যাকাউন্টের হদিশ মিলেছে। অনেক পুরনো এই জয়েন্ট অ্যাকাউন্টটি মানিকের স্ত্রী এবং মৃত্যুঞ্জয় চক্রবর্তী বলে একজনের নামে। ২০১৬-তে এই মৃত্যুঞ্জয় চক্রবর্তীর মৃত্যু হয়। কিন্তু, তারপরও জয়েন্ট অ্যাকাউন্টটি বন্ধ হয়নি। এখনও সেই অ্যাকাউন্টে ৩ কোটি টাকা রয়েছে। যা চাকরি বিক্রির টাকা বলেই সন্দেহ।
মানিকের স্ত্রীর সঙ্গে মৃত মৃত্যুঞ্জয়ের যৌথ অ্য়াকাউন্ট!
ইডি সূত্রে দাবি, মানিকের ছেলে সৌভিকের সংস্থার অ্যাকাউন্টে ২ কোটি ৪৭ লক্ষ টাকা রয়েছে বলে জানা গিয়েছে। ইডির আইনজীবী সওয়াল করেন, মানিক ভট্টাচার্য ও তাঁর আত্মীয়দের প্রায় ১০ কোটি টাকার সম্পত্তির হদিশ ইতিমধ্যেই মিলেছে। অঙ্কটা প্রতিদিন বাড়ছে।