উত্তর ২৪ পরগনা: ১৯ দিনেও ধরতে পারেনি পুলিশ, ইডির সমনে সাড়া দেবেন শেখ শাহজাহান? সন্দেশখালির ফেরার তৃণমূল নেতাকে ২৯ জানুয়ারি তলব করল ইডি। ২৯ জানুয়ারি সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে শেখ শাহজাহানকে তলব (ED Summons Sheikh Shahjahan)। শেখ শাহজাহানের বাড়িতে সমনের নোটিস দিল ইডি। 


রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয় ইডি।হামলার শিকার হয় কেন্দ্রীয় বাহিনী ও সংবাদমাধ্যম। এখনও শেখ শাহজাহানের হদিশ পায়নি পুলিশ।বেপাত্তা শেখ শাহজাহান, হামলার ১৯ দিন পর ফের সন্দেশখালি অপারেশনে ইডি। কেন্দ্রীয় বাহিনীর শতাধিক জওয়ান নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়েছে ইডি। চাবিওয়ালা এনে তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে এদিন ঢোকে কেন্দ্রীয় গোয়েন্দারা।


সূত্র মারফত খবর, প্রায় সাড়ে ৪ ঘণ্টা তল্লাশির পরেও এখনও বিশেষ কিছু পায়নি ইডি।শেখ শাহজাহানের ঘরে মিলল ৩টি খালি ব্রিফকেস, আলমারিও কার্যত ফাঁকা। জামাকাপড় ও বাসনপত্র ছাড়া আর কিছুই নেই শেখ শাহজাহানের বাড়িতে। শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেই রয়েছে রাজ্য পুলিশ ও র‍্যাফ। নিরপেক্ষ সাক্ষীদের সামনে রেখে চলছে তল্লাশি শেখ শাহজাহানের ঘরে ঢুকে তল্লাশি চালাচ্ছেন ১৩ জন ইডি অফিসার। 


 এদিকে ঘটনার পরের দিনই প্রকাশ্যে এসেছিল শেখ শাহজাহানের অডিওবার্তা, যেখানে অন্তরাল থেকে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা বলেছিলেন তিনি। সন্দেশখালিতে তৃণমূলের সংহতি-যাত্রায় ভিড়ের রসায়নে, শেখ শাহজাহানের অডিওবার্তা যে অনুঘটকের কাজ করেছে, সেকথা জানিয়েছেন খোদ তৃণমূল বিধায়কই। তা হলে প্রশ্ন হল, কোথায় রয়েছেন সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ? কেন তাঁকে খুঁজে পাচ্ছে না পুলিশ?


আরও পড়ুন, নলি কাটা ও মাথা ফাটা দেহ উদ্ধার ! ২৪ ঘণ্টার মধ্যে খুনের কিনারা দেগঙ্গায়


নিরাপদ সর্দারের কথায়, 'ওপারটা চুনোখালি, এপারটা হচ্ছে গাববেড়িয়া। এরকম একটা লোকেশনে ছিল। ওই মনোরঞ্জন মাইতি, তাঁর বাড়িতেই ছিল। তারপর ও ওখান থেকে লোকেশন চেঞ্জ করেছে। এপারটা হচ্ছে জিয়েখালি ফরেস্ট। বড় নদী  রায়মঙ্গল। যে কোনও সময় ওপারে চলে গেলে খুঁজে পাওয়া এই মুহূর্তে কঠিন হবে। সুযোগ আছে যাওয়ার। গাববেড়িয়ার যে সমস্ত লোকেশনে ছিল, ওই এলাকায় যদি ও থাকে, যে কোনও সময় এদিক থেকে চাপ তৈরি হলে, পাশে একটা বোট বা অন্য কোনও ভাবে রায়মঙ্গল পেরিয়ে ঝিঙেখালির ওপর দিয়ে বাংলাদেশে চলে যেতে পারে।'