হায়দরাবাদ: এখনও ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট (IND vs ENG 1st Test) শুরু হতে বেশ খানিকটা সময় বাকি রয়েছে। তবে আগেভাগেই প্রথম টেস্টের জন্য নিজেদের একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। উল্লেখযোগ্য বিষয় হল হায়দরাবাদে আয়োজিত প্রথম টেস্টের দলে সুযোগ পেলেন ইংল্যান্ডের অভিজ্ঞ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন (James Anderson)। তিন স্পিনার এবং এক বিশেষজ্ঞ ফাস্ট বোলার নিয়ে মাঠে নামতে চলেছে ইংল্যান্ড। দলের একমাত্র বিশেষজ্ঞ ফাস্ট বোলার মার্ক উড।


অ্যান্ডারসনের বয়স ৪০-র গণ্ডি পার করেছে। পাঁচ ম্যাচের লম্বা টেস্ট সিরিজ়ের প্রতিটি ম্যাচ খেলা তাঁর পক্ষে আদৌ সম্ভব কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। সেখানে মার্ক উডের দখলে বাড়তি গতি রয়েছে। পিচ যেমনই হোক না কেন, গতি সবসময়ই ব্যাটারদের চাপে ফেলে। সেই কারণেই সম্ভবত উডকে একাদশে সুযোগ দেওয়া হল। অ্যান্ডারসনকে হয়তো সিরিজ় এগোলে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে।


অফস্পিনার শোয়েব বাশির এখনও পর্যন্ত ভিসা সমস্যায় আটকে রয়েছেন। ভারতে আসতে পারেননি তিনি। বাশির যে প্রথম টেস্টে মাঠে নামতে পারবে না, তা কার্যত নিশ্চিতই ছিল। হলও তাই। সমারসেটের অফস্পিনারকে ছাড়াই মাঠে নামছে ইংল্যান্ড। তবে এই ম্যাচে বাশিরের অভিষেক না হলেও, নিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামতে দেখা যাবে টম হার্টলিকে। ২৪ বছর বয়সি ল্যাঙ্কাশায়ারের বাঁ-হাতি স্পিনার সুযোগ পেয়েছেন একাদশে। তাঁর সঙ্গে রয়েছেন জ্যাক লিচ এবং তরুণ লেগ স্পিনার রেহান আমেদ। এছাড়া প্রয়োজনে জো রুটও হাত ঘোরাতে সক্ষম।  


ইংল্যান্ডের একাদশে জনি বেয়ারস্টো থাকলেও, দস্তানা হাতে যে ফোকসকে দেখা যাবে, তার ইঙ্গিত মিলেইছিল। তেমনটাই হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ অ্যাশেজ় টেস্ট থেকে এই টেস্টের একাদশে ইংল্যান্ড সব মিলিয়ে মোট চার বদল ঘটিয়েছে। এই বদল দলকে সাফল্য এনে দিতে পারে কি না, সেটা দেখার বিষয়। ম্যাচের টসের সময় সাধারণত একাদশ ঘোষণা হলেও, প্রায় একদিন আগে দল ঘোষণার মাধ্যমে ইংল্যান্ড ম্যানেজমেন্ট সম্ভবত এই একাদশের প্রতি নিজেদের পূর্ণ আস্থা প্রদর্শন করতেই চেয়েছেন।


প্রথম টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ড একাদশ:-


জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, রেহান আমেদ, টম হার্টলি, মার্ক উড, জ্যাক লিচ 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজ়ে গুচ্ছ গুচ্ছ রেকর্ড ভাঙাগড়ার হাতছানি দুই দলের তারকাদের সামনে