কলকাতা: অবৈধ লেনদেনের অভিযোগে আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল ইডি। চিঠি পাঠিয়ে বৃহস্পতিবারই সকাল সাড়ে দশটায় মলয় ঘটককে ইডির দিল্লির দফতরে হাজিরার নির্দেশ। 


ইডির (ED) অ্যাডিশনাল ডিরেক্টর সুমত প্রকাশ জৈন তদন্তকারী আধিকারিক হিসেবে এই নোটিশ পাঠিয়েছেন। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট (Prevention of Money laundering Act, 2002)-এর অধীনে একটি মামলায় ডেকে পাঠানো হয়েছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে।  ওই আইনের ৫০ ধারা অনুযায়ী নোটিশ পাঠানো হয়েছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে (Malay Ghatak)।


আর কাকে তলব:
তাঁর সঙ্গেই তলব করা হয়েছে আরও এক ব্যক্তিকে। শিবদাসন নায়ার নামে এক ব্যক্তিকেও ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে ইডির অফিসে। বৃহস্পতিবার দিল্লির দফতরে ডেকে পাঠানো হয়েছে আইনমন্ত্রীকে। ওই অফিসেই ১১ এপ্রিল ডেকে পাঠানো হয়েছে শিবদাসন নায়ারকে।    


বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধ লেনদেন বা বিপুল পরিমাণ টাকার বেআইনি লেনদেন সংক্রান্ত অভিযোগ নিয়ে তদন্ত করে ইডি। সেই কারণেই মন্ত্রী ও শিবদাসন নায়ারকে ডেকে পাঠানো হয়েছে। কিন্তু মামলাটি কী, তা নিয়ে বিস্তারিত জানায়নি ইডি।


এর আগেও তলব:
এর আগেও মলয় ঘটককে একটি মামলায় দিল্লিতে তলব করেছিল ইডি। ২০২১ সালে সেপ্টেম্বরে ইডি দিল্লিতে ডেকে পাঠিয়েছিল মন্ত্রী মলয় ঘটককে। সেটা কয়লাকাণ্ড সংক্রান্ত মামলা ছিল। সেবার তলব এড়িয়েছিলেন মন্ত্রী। নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন তিনি। এই দাবি জানিয়ে ইমেল করে সেবার দিল্লিতে না যাওয়ার কথা বলেছিলেন মন্ত্রী। এবার কি যাবেন মন্ত্রী? প্রশ্ন রাজনৈতিক মহলে। 


ইদানিং একাধিক মামলায় ডেকে পাঠানো হয়েছে রাজ্যের একাধিক রাজনৈতিক নেতাকে। বারবার দিল্লিতে তলব করা হয়েছে। তা নিয়ে লাগাতার টানাপড়েন হয়েছে। আদালতেও উঠেছে একাধিক মামলা। বিষয়টি নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল। বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তৃণমূলের নেতাদের হেনস্থা করছে বলেও অভিযোগ করেছে রাজ্যের শাসক দল।    


আরও পড়ুন: হৃদযন্ত্রে মিলল সমস্যা, 'সদিচ্ছা সত্ত্বেও পারলেন না হাজিরা দিতে' জানালেন অনুব্রত-র আইনজীবী