সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: রাস্তায় চলতে চলতে হঠাৎ ধোঁয়া। তা দেখেই গাড়ি থেকে বেরিয়ে পড়লেন যাত্রী ও চালক। তাতেই বাঁচোয়া, কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলে উঠল গাড়িটি। এমনই শিউরে ওঠার মতো ঘটনা ঘটল হুগলির দাদপুরে হাইওয়ের উপর।
গাড়িতে হঠাৎ আগুন:
দাদপুর (Dadpur) থানার অন্তর্গত মহেশ্বরপুর হাইওয়ে। সেখানেই কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল চার চাকার ছোট গাড়িটি (Car)। হাইওয়ের উপর, দুর্গা পেট্রোল পাম্পের কাছে গাড়ি থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। বিপদ বুঝে গাড়ি থামিয়ে নেমে যান তাঁরা।
তারপর?
যেখানে ঘটনাটি ঘটে, সেই জায়গার কাছেই ছিল একটি পুলিশ (Police) কিয়স্ক। সামনেই ছিল পুলিশের মোবাইল পেট্রোলিং গাড়িও। পুলিশকর্মীরা এগিয়ে আসেন সাহায্যে। খবর দেওয়া হয় দমকলেও। কিন্তু দমকল আসার আগেই আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় গাড়িটি। সূত্রের খবর, গাড়িতে ব্যাটারি (Battery) সংক্রান্ত কোনও সমস্যার জেরে শর্টসার্কিট থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে। গাড়িটির ক্ষতি হলেও গাড়ির চালক ও দুই যাত্রীর কোনও ক্ষতি হয়নি।
এদিন এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সামনেই পেট্রোল পাম্প থাকায় অতিরিক্ত সতর্কতা নেয় পুলিশও। ধোঁয়া দেখেই রাস্তার পাশে দাঁড় করিয়ে দিয়েছিলেন চালক। ফলে পাশ দিয়ে গাড়ি বেরতে পেরেছিল। যদিও এমন ঘটনায় ওই এলাকায় বেশ কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয়েছিল।
কদিন আগে হুগলিতেই এমনই একটি ঘটনা ঘটেছিল। বলাগড় থানার সোমড়াবাজার বাসস্ট্যান্ডে আসাম লিঙ্ক রোডের উপর ঘটনাটি ঘটেছিল। হালিশহর থেকে পূর্ব বর্ধমানের দিকে যাচ্ছিল গাড়িটি। কালো ধোঁয়া দেখে গাড়িটি দাঁড় করিয়ে দেন চালক। তারপরই আগুন ধরে যায় ছোট গাড়িটিতে। সেবার স্থানীয়রাই বালি ও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। পরে বাঁশবেড়িয়া থেকে একটি দমকল গিয়ে আগুন নেভায়।
আরও পড়ুন: রিষড়া থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, পাকড়াও ২