প্রকাশ সিনহা, কলকাতা: গরুপাচার মামলায় (Cow Smuggling Case) অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের হেফাজতে নিতে চায় ইডি। সূত্রের খবর, রাত ৮টা নাগাদ অনুব্রতকে পেশ করার জন্য রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারকের কাছে সময় চাওয়া হয়েছে। বিচারকের বাড়িতেই অনুব্রতকে হাজির করা হবে। ইডি সূত্রে খবর, সময়ের অভাবে আজ পেশ করা সম্ভব না হলে, রাতে ইডি-র সদর দফতরে রাখা হবে অনুব্রতকে। এর পাশাপাশি, দিল্লিতে নিয়ে যাওয়ার পর ফের অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হবে। নিয়ে যাওয়া হবে সফদরজং অথবা রাম মনোহর লোহিয়া হাসপাতালে।
গরুপাচার মামলায় গতবছরের ১১ অগাস্ট, রাখিবন্ধনের দিন গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। ৭ মাস পর, আজ দোলের দিন দিল্লি যাত্রার সম্ভাবনা বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। সকাল ৬টা ৪০-এ কড়া পুলিশি নিরাপত্তায় আসানসোল জেল থেকে বের করা হয় অনুব্রত মণ্ডলকে। জেল থেকে বেরোনর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেননি অনুব্রত মণ্ডল। এরপর অনুব্রতকে নিয়ে কনভয় রওনা দেয় কলকাতার দিকে। জেল থেকে অনুব্রতকে এসকর্ট করে কলকাতায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশের। কেন্দ্রীয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর, সবুজ সঙ্কেত পেলে আজই ইডি-র হাতে অনুব্রত মণ্ডলকে তুলে দেবে জেল কর্তৃপক্ষ। এরপর বিমানে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবেন ED-র অফিসাররা। সঙ্গে থাকবেন একজন মেডিক্যাল অফিসার।
অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে দীর্ঘদিন ধরেই জট ছিল। শেষমেশ সোমবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক জানান, আসানসোল জেল কর্তৃপক্ষই অনুব্রত মণ্ডলকে কলকাতায় নিয়ে যাবেন। জেল থেকে এসকর্ট করবে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। স্বাস্থ্য পরীক্ষার পর, ইডি হাতে অনুব্রত মণ্ডলকে তুলে দেবেন জেল কর্তৃপক্ষ। এর আগে, শনিবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিলেও, রবিবারও অনুব্রত মণ্ডলের দিল্লি-যাত্রা নিয়ে জট কাটেনি। কে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাবে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে, কে তাঁকে দিল্লি কে নিয়ে যাবে, তা নিয়ে, দিনভর টানাপোড়েন চলে জেল কর্তৃপক্ষ, আসানসোল কমিশনারেটের পুলিশ ও কেন্দ্রীয় সরকারি সংস্থা ED-র মধ্যে।
সেই প্রেক্ষিতে সোমবার, আসানসোলের বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হন জেল কর্তৃপক্ষ। আদালতে উপস্থিত ছিলেন সরকারি আইনজীবী ও বীরভূমের তৃণমূল সভাপতির আইনজীবী। আদালত জানায়, জেল কর্তৃপক্ষই অনুব্রত মণ্ডলকে কলকাতায় নিয়ে যাবেন। আসানসোলের বিশেষ সিবিআই আদালত নির্দেশ দেওয়ার পরই, সোমবার দুপুরে ইডিকে মেল করেন আসানসোল জেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: West Burdwan: বেআইনি ভাবে বসানো হচ্ছে সাবমার্সিবল পাম্প! ভূগর্ভস্থ জল লুঠের অভিযোগ