পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ভার্চুয়াল শুনানি হবে নগর দায়রা আদালতে। ইডি সূত্রে খবর, দু’জনের জামিনের বিরোধিতা করা হবে।


সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা করেছে ইডি। সেই চার্জশিটে পার্থ-অর্পিতার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক দাবি করা হয়েছে। শুনানিতে তারও উল্লেখ করা হবে বলে খবর ইডি সূত্রে। 


পার্থর স্ত্রীর নামে থাকা শেয়ারও অর্পিতার নামে, দাবি
পার্থ ও অর্পিতার সম্পর্ক নিয়ে আদালতে পেশ করা চার্জশিটে নানা চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। সাধারণ চাকরিপ্রার্থীদের বঞ্চিত করে, অর্পিতার বোনের চাকরি ব্যবস্থা করে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। উচ্চ শিক্ষা দফতরে গ্রুপ D’র চাকরি।  মৃত স্ত্রীর নামে থাকা শেয়ারও অর্পিতার নামে ট্রান্সফার করেছিলেন পার্থ। ইডি চার্জশিটে দাবি করেছে, পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে অনন্ত টেক্সটফ্যাব প্রাইভেট লিমিটেডের বেশিরভাগ শেয়ারই পরে অর্পিতার নামে করা হয়েছিল। বলা হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে যদি শেয়ার নিতে চান, তাহলে পরে সেটা দিয়ে দেওয়া হবে। ইডি চার্জশিটে আরও দাবি করেছে, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন চাকরি বিক্রিতে সরাসরি যুক্ত ছিলেন। 


অর্পিতাকে নিয়ে থাইল্যান্ডে
চার্জশিটে আরও দাবি করা হয়েছে, বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের কেনাকাটার বিল মেটাতেন পার্থ চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, অর্পিতাকে নিয়ে থাইল্যান্ডের ফুকেতে ঘুরতে গেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। 


‘লার্জ স্কেল অফ পাবলিক স্ক্যাম’
ED’র চার্জশিটে দাবি করা হয়েছে, নিয়োগ দুর্নীতি ‘লার্জ স্কেল অফ পাবলিক স্ক্যাম’। চাকরির জন্য আবেদন করতেন সাংসদ, বিধায়ক থেকে কাউন্সিলররা। তাদের দাবি, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে একটি ডায়েরি পাওয়া গেছে। যেখানে নিয়োগ সংক্রান্ত তথ্য রয়েছে। শুনানিতে এই সব তথ্যের উল্লেখ করে পার্থ-অর্পিতার জামিনের বিরোধিতা করবে ইডি। 


অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে একটি ডায়েরি পাওয়া গেছে। যেখানে নিয়োগ সংক্রান্ত তথ্য রয়েছে। যদিও, পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, বছরের শুরুতে সবাইকে ডায়েরি দেওয়া হয়েছে। কে কে পেয়েছে জানি না। তাতে কী আছে তাও জানি না। সোমবারই পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে ১০ ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি।