প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Santanu Banerjee) আজ ফের ব্যাঙ্কশাল আদালতে (Banksal Court) পেশ করবে ইডি। সূত্রের খবর, যুব তৃণমূল নেতাকে ফের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ইডি সূত্রে খবর, শান্তনুর বিপুল সম্পত্তি সংক্রান্ত তথ্য আদালতে তুলে ধরা হবে। এ ছাড়া, কুন্তল ঘোষের সঙ্গে যোগসাজশে শান্তনু যে টাকা তুলেছেন সেই সংক্রান্ত তথ্যও আদালতে পেশ করবে ইডি। শান্তনু যে আলাদাভাবে টাকা তুলেছে সেটাও তুলে ধরা হবে।
এত টাকা এল কোথা থেকে? তিনতলা বাড়ি থেকে আঠেরোশো স্কোয়ার ফুটের ফ্ল্য়াট। গেস্ট হাউস, রিসর্ট থেকে ধাবা। হুগলিজুড়ে (Hooghly) ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের বিপুল সম্পত্তি! তাঁর সম্পত্তির বহর দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই! তাঁর গ্রেফতারির পর সেই সম্পত্তির হদিশ পেয়েছে এবিপি আনন্দ! এত টাকা তিনি কোথায় পেলেন, উঠছে সেই প্রশ্নও! এত সম্পত্তি কেনার টাকা কোথা থেকে পেলেন শান্তনু? এর সঙ্গে নিয়োগ দুর্নীতির কী যোগ রয়েছে? তা খতিয়ে দেখতে শুরু করে ইডি। সেই সঙ্গে শুরু হয় রাজনৈতিক তরজাও। যদিও, ধৃত শান্তনুর আত্মীয়রা দাবি করেছিলেন, তিনি নির্দোষ।
২০ কোটি টাকার সম্পত্তি: সব মিলিয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের প্রায় ২০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। কুন্তলের সঙ্গে জুটি বেঁধে তিনি বেআইনিভাবে প্রচুর শিক্ষক নিয়োগ করেছেন। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আদালতে দেওয়া রিমান্ড লেটারে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। হুগলির বলাগড় ও চন্দননগরের পর সম্পত্তির তালিকায় যুক্ত হল চুঁচুড়াও। খোঁজ মিলল একটি বাংলো ও একটি ফ্ল্য়াটের। ৭০ লাখের বাড়িতে শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের প্রোমোটিং-এর পরিকল্পনার তথ্য সামনে এসেছে। যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ক আদালতে তুলে ইডির দাবি, কালো টাকাকে সাদা করার চেষ্টা করা হয়েছে। নামে-বেনামে রয়েছে সম্পত্তি। ধৃত শান্তনুর সোমবার পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
গতকাল আদালতে দেওয়া রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি করে ED জানিয়েছে চাকরিপ্রার্থীদের থেকে অবৈধভাবে টাকা নিয়ে, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হাতে পৌঁছে দিতেন কুন্তল ঘোষ। তাদের আরও দাবি, জেরা শান্তনু স্বীকার করেছেন, স্কুলের চাকরি পেতে তৃণমূলের অনেক নেতার হাতে, নথি পৌঁছে দিতেন দলেরই নীচুতলার সদস্যরা।
আরও পড়ুন: Mamata Banerjee : পঞ্চায়েত ভোটের আগে তৈরি ব্লু প্রিন্ট ? জরুরি বৈঠক ডাকলেন মমতা