রুমা পাল, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহ, কলকাতা: BLO-দের একাংশের দাবি মেনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে 'এডিট' অপশন দেওয়া হল। এখানেই প্রশ্ন উঠছে, SIR শুরুর আগে থেকেই কেন সব দিক বিবেচনা করল না নির্বাচন কমিশন? সম্পূর্ণভাবে পরিকাঠামো আঁটসাঁট না করেই কেন SIR শুরু করা হল?

Continues below advertisement

পর পর BLO-র মৃত্যু ঘিরে তোলপাড় রাজ্য। পরিস্থিতি এমন যে পাহাড় প্রমাণ কাজ করতে হচ্ছে এক একজন BLO-কে। প্রথমে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া, তা সংগ্রহ করা, তারপর, ভোটারদের তথ্য BLO অ্যাপে তুলতে হচ্ছে। BLO-দের একাংশের অভিযোগ, নিত্য দিনই নতুন নতুন কাজ তাঁদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই কাজের চাপে, ডেটা এন্ট্রির সময় অনিচ্ছাকৃত ভুলও হয়ে যাচ্ছে BLO-দের। এই অবস্থায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে 'এডিট' অপশন দেওয়ার দাবি করেছিলেন BLO-রা। বুধবার, SIR শুরুর প্রায় পনেরো দিন পর, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই 'এডিট' অপশন দেওয়া হল।

বিএলও ও ভোটকর্মী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলছেন, 'BLA দের চাপে কিছু কিছু জায়গায় BLO রা ভুল তথ্য দিতে বাধ্য হচ্ছেন। কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুল ও হয়েছে। সেটা সংশোধন করার জন্য EdIt অপসন দিতে হবে। আমাদের দাবি মেনে নিয়ে আজ Edit অপশন দেওয়া হল।' SIR-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই BLO-দের। কিন্তু তাঁরাই এখন সমস্যায় পড়তে হচ্ছে। প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। মূলত সরকারি কর্মী, যাঁরা বুথ লেভেল অফিসারের কাজ সামলাচ্ছেন, তাঁদের মুখে বারবার উঠে এসেছে ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত ডিউটি নিয়ে উদ্বেগের কথা।

Continues below advertisement

সম্প্রতি, পূর্ব বর্ধমানের কাটোয়ায় BLO-দের প্রশিক্ষণ চলাকালীন একজন BLO আচমকা নথিপত্র ছুড়ে ফেলে কান্নাকাটি শুরু করে দেন। চিৎকার করে তিনি বলতে শুরু করেন, তাঁকে গুলি করে দেওয়া হোক! ওই BLO দাবি করেন, তিনি অসুস্থ, তাঁকে চাপ দিয়ে, জোর করে কাজ করানো হচ্ছে। এরপরই আরও কয়েকজন BLO একই অভিযোগ তুলতে শুরু করেন। এই পরিস্থিতিতে রাজ্য়ের মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভও দেখিয়েছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের BLO শাখার সদস্যরা।

এখানেই প্রশ্ন উঠছে SIR শুরুর আগে থেকেই কেন সব দিক বিবেচনা করল না নির্বাচন কমিশন? সম্পূর্ণভাবে পরিকাঠামো আঁটসাঁট না করেই কেন SIR শুরু করা হল? SIR শুরু পর পনেরো দিন পার হতে চললেও, এখনও BLO-দের সমস্যা পুরোপুরি মিটল না।