কলকাতা : বাংলায় কি আবার একটা সিবিআই তদন্ত? সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) দাবিতেই। এবার বিরোধী দলনেতার দাবিকেই মান্যতা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar)। বাংলায় মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে সিবিআইকে চিঠি দিল শিক্ষামন্ত্রক। গতকালই এই দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। আর তার কথায় সিলমোহর দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। 

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের দাবি, 'কেন্দ্রীয় দলের পর্যবেক্ষণ রিপোর্টেও উঠে এসেছিল মিড ডে মিলে গরমিলের তথ্য। রাজ্য সরকার জেনারেল কনসেন্ট প্রত্যাহার করলেও সিবিআই তদন্তে বাধা হবে না। কারণ কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা নয়ছয় করেছে রাজ্য সরকার'।


শিশুদের খাবারে কখনও সাপ, কখনও টিকটিকি, কখনও আরশোলা, মিড ডে মিলের খাবারের গুণমান নিয়ে বছরের পর বছর ধরে প্রশ্ন তো ছিলই। এমনকি, খাওয়ার জন্য নয়, ছবি তোলার জন্য খুুদেদের হাতে ডিম, কমলালেবু দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগও ওঠে। আর সবথেকে বড় অভিযোগ ওঠে বিপুল অর্থ তছরুপের। চলতি বছরের শুরুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক অভিযোগ করে, রাজ্য সরকারকে দেওয়া মিড ডে মিলের বরাদ্দ অর্থের ব্যাপক অপব্যবহার হয়েছে। এর জন্য বিশেষ অডিট করাতে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কাছে আর্জি জানানো হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে। এ বছরের গোড়াতেই রাজ্যে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। 


বিকাশ ভবনে গিয়ে শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি, স্কুল এডুকেশন কমিশনার ও মিড ডে মিলের প্রজেক্ট ডিরেক্টরের সঙ্গে বৈঠক করেন তাঁরা। রাজ্যের বিভিন্ন জেলার স্কুলে স্কুলে গিয়ে, মিড ডে মিলের পরিকাঠামো খতিয়ে দেখেন তাঁরা। 


এই নিয়েই শুক্রবার সিবিআই তদন্তের চাঞ্চল্য়কর দাবি করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন,  'এই পশ্চিমবঙ্গে মিড ডে মিলের দুর্নীতি যার দুর্নীতির শিরোমণি হচ্ছে মমতা বন্দ্য়োপাধ্যায় কারণ তিনি মিড ডে মিলের টাকা থেকে বগটুইতে ক্ষতিপূরণের চেক দিয়েছিলেন, এবং সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জে গিয়ে কম্বল বিতরণ করেছিলেন। এই যে হিউজ ডাইভারশন, এবং কোভিডের সময় মিড ডে মিলের খাওয়ার চাল সব লুঠ হয়েছে। এর মধ্যে বিডিও থেকে শুরু করে ডিএম, মুখ্যমন্ত্রী নিজে ইনভলবড।'  






আরও পড়ুন : কোভিডের পর চিনের নয়া আতঙ্ক শিশুদের নিউমোনিয়া! ভারতের কাছেও বিপদসঙ্কেত? কী বললেন ডা. অপূর্ব ঘোষ আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y