হরিয়ানা: সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটার নভদীপ সাইনি (Navdeep Saini)। হরিয়ানার পেসার ঘরোয়া ক্রিকেটে খেলেন দিল্লির হয়ে। ৩০ বছর বয়সে ২০১৯ সালে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ঘটান। দীর্ঘদিনের বান্ধবী স্বাতী আস্থানাকে বিয়ে করলেন ডানহাতি পেসার।
সোশ্যাল মিডিয়ায় নিজেই সুখবর দিয়েছেন আইপিএলে (IPL) এক সময় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে খেলা পেসার। বিয়ের একাধিক ছবি পোস্ট করে নভদীপ লিখেছেন, 'তোমার সঙ্গে প্রত্যেক দিনই ভালবাসার দিন। আজ সিদ্ধান্ত নিলাম, আজীবন থাকব একসঙ্গে। সকলের আশীর্বাদ এবং ভালবাসা চাইছি। জীবনের একটা নতুন অধ্যায় শুরু করলাম।'
তাঁর স্ত্রী স্বাতী পেশায় ভ্লগার। সাজপোশাক, ঘোরাঘুরি এবং জীবনযাত্রা নিয়ে ভ্লগিং করেন তিনি। তাঁর একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। সেখানে নিয়মিত ভিডিও পোস্ট করেন স্বাতী। এ ছাড়া ইনস্টাগ্রামেও বিভিন্ন সময়ে ভিডিও এবং ছবি পোস্ট করেন।
ভারতের বিশ্বকাপের দলে ছিলেন না। তবে নভদীপ সদ্য খেলেছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। যদিও বল হাতে দুর্দান্ত কিছু করতে পারেননি। তাঁর দল দিল্লি সেমিফাইনালে হেরে যায় পাঞ্জাবের কাছে। সেই ম্যাচে তিন ওভারে ৩২ রান দিয়েছিলেন সাইনি। গোটা প্রতিযোগিতায় সাত ম্যাচে মাত্র ৪টি উইকেট পেয়েছিলেন। ইরানি কাপে অবশিষ্ট ভারতের হয়ে খেলেছেন তিনি।
গত বারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ২টি ম্যাচ খেলেছিলেন নভদীপ। নিয়েছিলেন ৩টি উইকেট। ভারতের হয়ে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২১ অস্ট্রেলিয়া সফরে শেষ টেস্টে খেলেছিলেন তিনি। সেই সময়ে ভারতের প্রথম সারির অনেক ক্রিকেটার চোট পেয়েছিলেন বলে খেলানো হয়েছিল তাঁকে। তবে পরের দিকে আর সুযোগ পাননি। এবার কি স্ত্রী ভাগ্যে ফের জাতীয় দলের দরজা খুলবে নভদীপের?
আরও পড়ুন: গুজরাত ছেড়ে মুম্বইয়ে ফিরছেন হার্দিক ? আইপিএল ট্রেডিংয়ে বড়সড় দলবদলের জোরাল ইঙ্গিত
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।