পূর্ব মেদিনীপুর: এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Egra Blast)। শেষ অবধি পাওয়া খবরে এগরায় বাজি কারখানায় বিস্ফোরণে ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে। ৪জন আহত। নিরাপত্তা প্রশ্ন উঠেছে বারবার। কারণ অতীতের একাধিক বিস্ফোরণের ঘটনা এখনও শিহরণ তোলে। রক্তাক্ত শরীর, কান্না, মাটিয়ে দাপিয়ে চিৎকার মৃতের পরিবারের। অসংখ্য অসহায় পরিবারের এমন দৃশ্য বারবার ফিরে দেখেছে বাংলা। 


স্মৃতি এখনও টাটকা। যদি ফ্ল্যাশব্যাকে একটু যাওয়া যায়, তাহলে দেখা যাবে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নোদাখালিতেও ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। সাল ২০২১, পয়লা ডিসেম্বর। নোদাখালির সেই বিস্ফোরণের জেরে সেবার ৩ জন প্রাণ হারিয়েছিলেন। সাল ২০২২। অক্টোবারের ঠিক ১১ তারিখ।  পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল সেবার ২জনের। এবং সদ্য তেইশে পা রাখতেই মার্চ মাসেও প্রকাশ্যে আসে মর্মান্তিক দুর্ঘটনা। মার্চের ২২ তারিখ মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু তিনজনের।


এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণে একাধিক ব্যক্তির মৃত্যু আশঙ্কা। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে দেহ। বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। গ্রামের বেশ কয়েকটি বাড়িতে বাজি কারখানা চলত, জানিয়েছেন স্থানীয়রা। বিস্ফোরণের পর তদন্ত শুরু করেছে পুলিশ।  উড়ে গেল গোটা বাড়ি। পড়ে রয়েছে শুধু কাঠামো । ঘটনাস্থলে আগুন নেভাতে যায় দমকল। এক স্থানীয় বাসিন্দা বলছেন, 'জানি না কিছু। হঠাৎ বম্ব ব্লাস্ট। তারপরেই দেখি কেউ নেই। শ্মশানভূমিতে পরিণত। ২১ টা ফ্যামিলি মারা গেছে। ২১ জন মারা গেছে। ২৩ জন আহত হয়েছে ২ জন বেঁচেছে। পুলিশ শুধু বলছে দেখছি আমরা দেখছি।'


আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


জানা গিয়েছে, খাদিকুল গ্রামে এলাকা ঘিরে রাখা হয়েছে।  এই বাজি কারখানার ভিতরে কতজন কাজ করছিল। ২ জনের মৃতদেহ রাস্তার ওপরে। পরপর বাজি কারখানা রয়েছে। বিস্ফোরণের পর পড়ে রয়েছে শুধু কাঠামো। ব্যবসা জমে ওঠে। অনেকেই জড়িয়ে পড়েছিল বাজি কারখানার সঙ্গে। শ্রীপুর এলাকা জুড়ে বিভিন্ন জায়াগয় কারখানা। কয়েকদিন আগেই এগরা তে একজন মারা যায়। তখন অভিযান চালিয়ে মাল মশলা বাজেয়াপ্ত। একটা বেআইনি বাজি করাখানা সিল করা হয়। ৪ জনকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। বাড়িতেই ছিল বাজি কারখানা। এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর মিলেছে।