পার্থপ্রতিম ঘোষ, এগরা: এগরা (Egra) বিস্ফোরণকাণ্ডে এবার মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানুর স্ত্রীকে গ্রেফতার করল সিআইডি (CID)। সিআইডি সূত্রে খবর, বিস্ফোরণের পর পূর্ব মেদিনীপুরের (Purba Midnapore) রামনগরে ভাইয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন ভানুর স্ত্রী গীতারানি। আজ ভোরে থেকে সেখান থেকেই তাঁকে পাকড়াও করে সিআইডি।


এগরায় বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ কাঁপিয়ে দিয়েছে রাজ্য়বাসীকে। ঝলসে, দগ্ধ হয়ে অকালে চলে গেছে ১১টা তরতাজা প্রাণ! বিস্ফোরণের হাত থেকে রেহাই মেলেনি অবৈধ বাজি কারখানার মালিক ভানু বাগের (Bhanu Bag)!


ঝলসানো অবস্থায় কটকের হাসপাতালে মৃত্য়ু হয়েছে তাঁরও। এবার, বিস্ফোরণকাণ্ডের তদন্তে, ভানু বাগের স্ত্রী গীতারানি বাগকে গ্রেফতার করল CID. সূত্রের খবর, FIR-এ নাম ছিল গীতারানির (৬৪)। ঘটনার পরই বেপাত্তা হয়ে যান তিনি। 


বুধবার ভোরে, পূর্ব মেদিনীপুরের (Purba Midnapore) রামনগরে ভাইয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে সিআইডি। CID-র তরফে দাবি, ভানুর অবৈধ বাজি কারবারের সঙ্গে জড়িত ছিল তাঁর গোটা পরিবার। ব্যবসার খুঁটিনাটি বিষয়ে জানতেন তাঁর স্ত্রী গীতা।


কারখানায় শুধু বাজি তৈরি হত, নাকি বোমা-ও হত। কেউ কি বরাত দিয়েছিল? ১৬ তারিখ, বিস্ফোরণের দিন ঠিক কী হয়েছিল? সূত্রের খবর, ভানুর স্ত্রীর কাছে এইসব প্রশ্নের উত্তর খুঁজছে সিআইডি। 


বিস্ফোরণকাণ্ডে এর আগে ভানুর ছেলে পৃথ্বীজিৎ ও ভাইপো ইন্দ্রজিৎ বাগকে গ্রেফতার করে সিআইডি। তবে, এখনও বেপাত্তা ভানু বাগের মেজ ভাইয়ের দুই ছেলে প্রসেনজিৎ বাগ ও চিরঞ্জিৎ বাগ।  CID সূত্রে দাবি, বিস্ফোরণকাণ্ডের তদন্তে প্রসেনজিৎ ও চিরঞ্জিতের ভূমিকা অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। দুই ভাইপো-ই কাকার বাজি কারবারের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন বলে দাবি। 


স্বজনহারা পরিবারের সদস্যদের একাংশের দাবি, আগুনে পোড়ার তীব্র জ্বালা নিয়ে ভানুর বিধ্বস্ত কারখানার বাইরে বেরিয়ে এসেছিলেন কয়েকজন। অভিযোগ, সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা সেই মানুষগুলোকেই বাঁশ দিয়ে ঠেলে পুকুরে ফেলে দেন ভানুর ভাইপো প্রসেনজিৎ ।


এখানেই প্রশ্ন ওঠে, কেন বিস্ফোরণকাণ্ডে দগ্ধ কয়েকজনকে পুকুরে ফেলে দেওয়া হল ? তাহলে কি প্রমাণের লোপাটের ছক ছিল? সিআইডি সূত্রে খবর, বিস্ফোরণে গুরুতর জখম হন প্রসেনজিতের ভাই চিরঞ্জিতও। কিন্তু ঘটনার সময় থেকেই তাঁর খোঁজ মিলছে না । তবে কি ভানুর মতো, তাঁকেও চিকিৎসার জন্য় ভিনরাজ্য়ে সরিয়ে দেওয়া হয়েছে?দুই ভাইয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে সিআইডি (CID)।