ঝিলম করঞ্জাই ও পার্থপ্রতিম ঘোষ: এগরায় বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণকাণ্ডে গুরুতর জখম দুই গ্রামবাসীর অবস্থা অত্য়ন্ত সঙ্কটজনক (Egra Incident)।কলকাতার SSKM হাসপাতাল সূত্রে খবর, তাঁদের শরীরের ৮৫ থেকে ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। এর মধ্য়ে পিঙ্কি মাইতি নামে এক গৃহবধূর অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। তাঁর এক বছরের সন্তান রয়েছে (District News)।
মৃত্য়ুর সঙ্গে পাঞ্জা লড়ছেন খাদিকুল গ্রামের দুই বাসিন্দা
ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত্য়ুর সঙ্গে পাঞ্জা লড়ছেন খাদিকুল গ্রামের দুই বাসিন্দা, ২৬ বছরের পিঙ্কি মাইতি এবং ৩৮ বছরের রবীন্দ্রনাথ মাইতি।
দু'জনেই ভর্তি SSKM-এর রোনাল্ড রস বিল্ডিংয়ের বার্ন ওয়ার্ডে। হাসপাতাল সূত্রে খবর, দু'জনের শারীরিক অবস্থাই অত্য়ন্ত সঙ্কটজনক। শরীরের ৮৫ থেকে ৯০ শতাংশ ঝলসে গিয়েছে। দু'জনকেই রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে।
বৃহস্পতিবার সকাল থেকে পিঙ্কি মাইতির শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে,বাড়িতে তাঁর এক বছরের সন্তান রয়েছে।
ভয়ঙ্কর বিস্ফোরণ মায়ের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সন্তানকে। এক দিকে, গ্রামের বাড়িতে অসহায় দশা একরত্তির। অন্য দিকে, একা একা হাসপাতালে মৃত্য়ুর সঙ্গে লড়াই করে চলেছেন মা।
আরও পড়ুন: The Kashmir Files: ‘মৌলিক অধিকার খর্ব করা যায় না’, ছত্রে ছত্রে সমালোচনা, সুপ্রিম কোর্টে ভর্ৎসিত রাজ্য
মাস তিনেক আগে অভিশপ্ত কারখানায় কাজ নিয়েছিলেন খাদিকুল গ্রামেরই বাসিন্দা, রবীন্দ্রনাথ মাইতি। হাসপাতাল সূত্রে খবর, সঙ্কটজনক হলেও, এদিন সকাল থেকে হালকা চেতনা ফিরেছে তাঁর। খাওয়ানো হয়েছে তরল খাবার। একই সঙ্গে রবীন্দ্রনাথের এক আত্মীয় এ দিন বিস্ফোরক অভিযোগ করেন। ওই কারখানায় বোমা তৈরি হতো বলে দাবি করেছেন তিনি।
এবিপি আনন্দের মুখোমুখি হয়ে এ দিন রবীন্দ্রনাথের ওই আত্মীয় বলেন, "শুনি আওয়াজ হয়। পানের ক্ষেতে কাজ করতে গিয়েছিলাম। ভানু বাগের যে ফ্যাক্টরি, তাতে ব্লাস্ট হতো। কী কাজ করত দেখিনি। সেখানে বোমা বানাত।" বিস্ফোরণে নিহত এক ব্য়ক্তির স্ত্রীরও একই দাবি। তাঁর দাবি, বাজি নয়, ভানু বাগের কারখানায় তৈরি হত বোমা।
ভানুর যাবজ্জীবন চাইছেন নিহত ব্যক্তির স্ত্রী
একটা বিস্ফোরণ তছনছ করে দিয়েছে, এগরার খাদিকুল গ্রামের বাসিন্দা এই গৃহববধূর ঘর-সংসার। চোখের সামনে দেখেছেন স্বামীর ছিন্নভিন্ন ঝলসানো মৃতদেহ। মৃত্য়ু হয়েছে আরও এক নিকট আত্মীয়ের। শুধুই বাজি তৈরি হত কিনা জানতে চাইলে এ দিন নিহত ব্যক্তির ওই স্ত্রী বলেন "অনেক কিছু, বোমের কাজ হয়। যে সব হতো না, এখন সবকিছু হয়। আমি বুঝতে পারব না। হাত বোমা, এসবও হয়।" ভানুর যাবজ্জীবন চাইছেন তিনি।