এগরা : বীভৎস বিস্ফোরণ! যা প্রাণ কেড়েছে ৮ জনের। এগরার খাদিকুলে ( Khadikul ) এখন কান পাতলেই স্বজনহারার হাহাকার! স্বয়ং কলকাতা হাইকোর্টের ( Calcutta Highcourt ) বিচারপতিও বিস্ফোরণকাণ্ডের ছবি দেখে শিউরে উঠেছেন! এই পরিস্থিতিতে বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক তরজার মধ্য়েই ১০০ দিনের কাজ ও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে টেনেছে তৃণমূল। এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণের রেশ এখনও কাটেনি। এরইমধ্য়ে এগরার জামগাঁ গ্রামে একটি পরিতক্ত বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমান বারুদ। প্রশাসনের তরফে ঘিরে রাখা হয়েছে বাড়িটি।
এগরাকাণ্ডে ৮ জনের প্রাণ যাওয়ার পর হুঁশ ফিরেছে পুলিশের। এবার জেলায় জেলায় বেআইনি বাজির বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। কোথায় কোথায় বেআইনি বাজি তৈরির কারবার চলছে? তার খোঁজে চণ্ডীতলা, খানাকুল-সহ হুগলি জেলার আনাচেকানাচে হানা দেয় পুলিশ।
এর মধ্যে শুধু চণ্ডীতলা এলাকা থেকেই বাজেয়াপ্ত করা হয় প্রায় ৬০০ কেজি নিষিদ্ধ বাজি। খানাকুল থেকেও উদ্ধার করা হয় প্রচুর নিষিদ্ধ বাজি। বৃহস্পতিবার বীরভূমের নলহাটি থানার অভিযানে বাজেয়াপ্ত হয় ৭২০ প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি।
গোপন সূত্রে খবর পেয়ে, এদিনই লাভপুরের পূর্ণা গ্রামে অভিযান চালায় পুলিশ। বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ১০০ কেজি বাজির মশলা!
কিন্তু বিরোধীদের প্রশ্ন হল, এই অবৈধ বাজি কারবার তো বহুদিন ধরেই চলছে, তাহলে ৮ জনের প্রাণ যাওয়ার পর কেন প্রশাসনের হুঁশ ফিরল? এগরাকাণ্ডের জেরে কয়েকদিন তৎপর হওয়ার পর আবার নীরব হয়ে যাবে না তো প্রশাসন? প্রশ্নটা থেকেই যাচ্ছে ।
অন্যদিকে শুক্রবারই এগরার খাদিকুল বিস্ফোরণকাণ্ডের ৩ দিনের মাথায় মৃত্য়ু হল মূল অভিযুক্ত ভানু বাগের। কটকের রুদ্র হাসপাতালে গতকাল রাত ২ টো ৪০-এ নাগাদ মৃত্য়ু হয় বেআইনি বাজি কারখানার মালিকের। মঙ্গলবার এই ভানুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরকাণ্ডে প্রাণ হারায় ৮ জন। ঝলসে যান ভানুও। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই অবস্থাতেই ছেলে আর ভাইপোর সঙ্গে পাশের রাজ্য ওড়িশায় পালান এগরার বাজি-বাদশা! প্রায় ২৭০ কিলোমিটার দূরে, কটকের রুদ্র হাসপাতালে ভর্তি করা হয় ভানুকে। গতকালই ভানুকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, রাত সাড়ে ১২টায় চিকিৎসকদের নিয়ে সিআইডির টিম যায় স্টেটমেন্ট রেকর্ড করার জন্য়। কিন্তু কথা বলার মতো অবস্থায় ছিলেন না অভিযুক্ত। এর ২ ঘণ্টা পরই মৃত্য়ু হয় ভানুর।
মাধ্যমিকের ফল এবিপি আনন্দ-এ
অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।বেলা ১২ টা থকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট- http://bengali.abplive.com -এ। তার জন্য দিতে হবে জন্ম তারিখ ও রোল নম্বর। ক্লিক করুন : wb10.abplive.com