রুমা পাল, কলকাতা: সাগরদিঘি থানার ওসি-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। নির্বাচনের কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না অভিজিৎ সরকার, জানাল কমিশন। সাগরদিঘির ওসি অভিজিৎ সরকারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। অন্য জেলা থেকে সাগরদিঘিতে নতুন ওসি-কে নিয়োগ করার নির্দেশ কমিশনের।


আর কদিন পরেই মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘি (Sagardighi) আসনে ভোট হবে। তার আগে সেখানকার এক কংগ্রেস (Congress) নেতাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়। সেই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া হয়েছিল রাজনৈতিক মহলে। কংগ্রেসের অভিযোগ ছিল নির্বাচনের আগে ইচ্ছে করে মিথ্যে অভিযোগে তাদের নেতাকে গ্রেফতার করা হয়েছে।  তা নিয়ে টানাপড়েনের পরে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে মামলায় কলকাতা হইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস থেকে অন্তর্বর্তী জামিন পান সাগরদিঘির কংগ্রেস নেতা সাইদুর রহমান। এই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা মন্তব্য় করেছিলেন, এতদিনের পুরনো ঘটনায় একদিনের মধ্যে গ্রেফতারের কী দরকার পড়ল? এর পরই সাইদুরের অন্তর্বর্তী জামিনের নির্দেশ দেন বিচারপতি। তারপরে মুর্শিদাবাদের সাগরদিঘির কংগ্রেস নেতা সাইদুর রহমানের অন্তর্বর্তী জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন নির্যাতিতা। 
 
এই নির্দেশকে চ্য়ালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন নির্যাতিতা। এর আগে সাগরদিঘির কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের সমর্থনে পাটকেলডাঙায় সভা হয়। সেই সভার মূল বক্তা ছিলেন সিপিএমের যুব সংগঠন DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। আর সভার মূল উদ্য়োক্তা ছিলেন, সাগরদিঘি ব্লকের প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সাইদুর রহমান। এর পরই শুক্রবার গভীর রাতে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে সাগরদিঘি ব্লকের প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সাইদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। এরপরই ষড়যন্ত্রের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস।


সাগরদিঘির ইতিহাস:
নির্বাচন কমিশন সূত্রে খবর, উপনির্বাচনে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ২৪৬টি বুথের সবক'টিতেই থাকবে বাহিনী। থাকবেন ৩ জন অবজার্ভার। ১২ ফেব্রুয়ারিই সাগরদিঘিতে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী। ১৯৭৭ থেকে ২০১১ একটানা বামেদের দখলে ছিল এই সাগরদিঘি বিধানসভা কেন্দ্র। ২০১১ সালে রাজ্যে শাসকের সঙ্গে বদলে যায় সাগরদিঘির রঙ। এরপর, ২০২১ পর্যন্ত সাগরদিঘির রাশ ছিল তৃণমূলের হাতে। ২০২১-এর ভোটে সাগরদিঘিতে দ্বিতীয়স্থানে ছিল বিজেপি। জোটে লড়ে তৃতীয় স্থান পেয়েছিল বাম-কংগ্রেস। এবার সাগরদিঘি উপনির্বাচনে কী ফল হয় পঞ্চায়েত ভোটের আগে নজর সেদিকেই।  


আরও পড়ুন: গোপাল দলপতির ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়, দাবি সিবিআই সূত্রে