ওয়েলিংটন: ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার হ্যারি ব্রুকের (Harry Brook) টেস্ট কেরিয়ারের শুরুটা অনেকটা স্বপ্নের মতোই হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে (New Zealand vs England 2nd Test) ফের একবার ব্যাট হাতে জ্বলে উঠলেন ইংল্যান্ডের ব্যাটার। প্রথম দিনের খেলা শেষে মাত্র ১৬৯ বলে ১৮৪ রানে অপরাজিত রয়েছেন ব্রুক। আর এই ইনিংসের সুবাদেই তিনি এক সর্বকালীন রেকর্ড ভেঙে দিলেন।


ভাঙল কাম্বলির রেকর্ড


নয়টি টেস্ট ইনিংসে আপাতত ব্রুকের মোট সংগ্রহ ৮০৭ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম নয়টি টেস্ট ইনিংসের পর এর থেকে বেশি রান আর কোনও ব্যাটার করেননি। ইংল্যান্ডের তরুণ তারকা বিনোদ কাম্বলির (Vinod Kambli) তিন দশক পুরনো রেকর্ড ভাঙলেন। কাম্বলি নিজের প্রথম নয়টি টেস্ট ইনিংসে মোট ৭৯৮ রান করেছিলেন। দুইটি দ্বিশতরানসহ কাম্বলি নিজের প্রথম নয় ইনিংসে মোট চারটি শতরান হাঁকিয়েছিলেন। ব্রুক এখনও পর্যন্ত দ্বিশতরান হাঁকাতে না পারলেও, চারটি শতরান ও তিনটি অর্ধশতরান হাঁকিয়েছেন।


ত্রাতা ব্রুক-রুট


ব্রুকের বর্তমান গড় ১০০.৮৮। নয় টেস্ট ইনিংসের পর কেবলমাত্র সুনীল গাওস্করই ব্রুকের থেকে অধিক গড়ে (১২৯.৬৬) রান করেছেন। প্রসঙ্গত, ওয়েলিংটনে ব্রুকের করা ১৮৪ রানই কোনও ইংরেজ ব্যাটারের করা সর্বোচ্চ রান। এটি এখনও পর্যন্ত তাঁর ছোট্ট আন্তর্জাতিক কেরিয়ারেরও সর্বোচ্চ রানের ইনিংস বটে। এদিন ২১ রানে তিন উইকেট হারিয়ে ইংল্যান্ড বিরাট বিপাকে পড়ে গিয়েছিল। সেখান থেকে জো রুট এবং ব্রুক ২৯৪ রানের অপরাজিত পার্টনারশিপে ইংল্যান্ডকে রক্ষা করেন। ব্রুক বাদে জো রুটও শতরান হাঁকান। তিনি ১০১ রানে অপরাজিত রয়েছেন।



প্রথম দিনের খেলা শেষে নিজের ইনিংসের বিষয়ে কথা বলতে গিয়ে ব্রুক বলেন, 'আমরা শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিলাম। তবে আমি তারপর মাঠে নেমে প্রতিআক্রমণ করতে চেয়েছিলাম। ইতিবাচক ব্যাটিং করাটাই আমার লক্ষ্য ছিল। সৌভাগ্যবশত নিজের পরিকল্পনা বাস্তবায়িত করতে সক্ষম হয়েছি।'


ফিরছেন না কামিন্স


এমনিই চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে ২-০ পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল (Australia Cricket Team)। উপরন্তু, চোটের কারণে জস হ্যাজেলউড, ডেভিড ওয়ার্নারের মতো তারকারা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। খারাপ সময় যেন কাটতেই চাইছে না অজি দলের। এবার ১ মার্চ থেকে ইনদওরে আয়োজিত তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। তাঁর বদলে দলের সহ-অধিনায়ক স্টিভ স্মিথকে (Steve Smith) এই ম্যাচে অজিদের নেতৃত্ব দিতে দেখা যাবে।


প্রসঙ্গত, দ্বিতীয় টেস্টের পরেই দেশে ফেরেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর মা অসুস্থ থাকায় তাঁকে তড়িঘড়ি সিডনিতে ফিরতে হয় বলে এক বিবৃতিতে জানানো হয়। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝে নয়দিনের ব্যবধান রয়েছে। কথা ছিল তৃতীয় টেস্টের আগেই ভারতে ফির আসবেন কামিন্স। তবে তেমনটা হচ্ছে না। কামিন্স এক বিবৃতিতে জানান, 'আমি আপাতত ভারতে ফিরছি না। আমার মনে হয় এই সময় আমার পরিবারের সঙ্গে থাকাটা বেশি জরুরি। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আমার সতীর্থরা আমাকে যেভাবে সমর্থন করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। গোটা বিষয়টা বোঝার জন্য অনেক অনেক ধন্যবাদ।'


আরও পড়ুন: প্রায় ছয় কোটি টাকায় বিলাসবহুল ভিলা কিনলেন ভারতীয় তারকা কোহলি?