কলকাতা: রাজ্যের দিকে দিকে চলছে SIR শুনানি। বহু ক্ষেত্রেই অভিযোগ আসছে, যে কম সময়ের নোটিসে শুনানিতে হাজির হতে হচ্ছে। ফলে, চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। অনেকের বয়সজনিত সমস্যা আছে, কারও আছে শারীরিক সমস্যা। এই প্রেক্ষাপটে এবার নতুন নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, কমিশনের নির্দেশ অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে, তিন জায়গায় বাড়িতেই হল শুনানি। 

Continues below advertisement

দীর্ঘদিনের অসুস্থতার কারণে বাড়ির বাইরে যেতে অক্ষম। তাই বুধবার, তিনটি বাড়িতে পৌঁছে যান নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। শুনানি প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন কাকদ্বীপের BDO অভিষেক মিশ্র। শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের ৪৭ নম্বর বুথের বাসিন্দা ৮৫ বছর বয়সি শয্যাশায়ী আলমবারি শেখের বাড়িতে গিয়ে শুনানি হয়। একই পদ্ধতিতে, ওই একই পঞ্চায়েতের ৩৩ নম্বর বুথের বাসিন্দা ৮৫ বছর বয়সি ও বিশেষভাবে সক্ষম মন্দা ধাড়ার বাড়িতেও সফলভাবে শুনানি সম্পন্ন হয়।

এদিকে, অন্যদিকে হেনস্থার অভিযোগ এসআইআর শুনানি প্রক্রিয়ায়। দুই পায়ে প্লাস্টার নিয়েই SIR-শুনানিতে হাজির বছর পঞ্চাশের মহিলা। আলিপুরদুয়ার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিখা ভৌমিক। দিন সাতেক আগেই, বাড়িতে পড়ে গেছিলেন তিনি। দুটি পায়ে প্লাস্টার করতে হয়েছে। অভিযোগ, তাঁর সঙ্গে দেখা না করেই বাড়ির সদস্যদের হাতে হিয়ারিং-এর নোটিস ধরিয়ে দিয়ে গেছেন BLO. সেই অবস্থায় তাঁদের আসতে হয়েছে SIR-এর শুনানি কেন্দ্রে। তিনি আরও জানিয়েছেন, ছোটবেলায় বাবা-মাকে হারানোয়, এনুমারেশন ফর্মে দাদার নামে লিঙ্ক করিয়েছিলেন তিনি। সে কারণেই তাঁকে শুনানিতে ডেকে পাঠানো হয়।

Continues below advertisement

এই সবের মধ্যেই বুধবার জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে SIR-এর ভার্চুয়াল শুনানির সওয়াল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের যে ভোটাররা কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন, তাঁদের শারীরিকভাবে শুনানিতে হাজির হতে না বলে, করা হোক ভার্চুয়াল শুনানি। যে দাবি শোনা যাচ্ছে ভোটারদের একাংশের মুখেও।         

বুধবার জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে ফের অনলাইন শুনানির দাবি তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় বলেন, 'মনে করুন কারও ঘর হুগলিতে, কাজ করে বাইরে... তামিলনাড়ুতে...অথবা পাঞ্জাবে। তাঁদের শারীরিকভাবে হিয়ারিংয়ে ডেকে আপনি হেনস্থা করতে পারেন না। যদি দেশের সুপ্রিম কোর্টের শুনানি ভার্চুয়ালি হতে পারে, দেশের যত হাইকোর্ট রয়েছে, সেখানে ভার্চুয়ালি শুনানি হতে পারে, তাহলে নির্বাচন কমিশন এই হিয়ারিং ভার্চুয়াল কেন করবে না? ওরা (নির্বাচন কমিশন) বলেছে এই পয়েন্ট ঠিক। আমি নোট ডাউন করছি। আমরা এটা দেখব।'          

সব মিলিয়ে SIR শুনানি পর্বে পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদ।