রুমা পাল, কলকাতা : '৪ ডিসেম্বর নয়, ২৫ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে ডিজিটাইজেশন প্রক্রিয়া।' রাজ্যের সমস্ত জেলাশাসককে এমনই নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশনে। খবর সূত্রের। অর্থাৎ, ডিজিটাইজেশনের সময়সীমা ৪ ডিসেম্বর হলেও, তার আগেই শেষ করতে বলা হয়েছে। SIR-নিয়ে জেলাশাসকদের কড়া নির্দেশ নির্বাচন কমিশনের, এমনই খবর সূত্রের। আরও বলা হয়েছে, আগে কাজ শেষ না হলে অন্যান্য কাজ শেষ করতে সমস্যা হবে। কমিশন মনে করছে, বিএলওদের বাড়তি চাপ রয়েছে। তা সত্ত্বেও কাজ শেষ করতে হবে। কমিশনের তরফে স্পষ্ট এও বলে দেওয়া হয়েছে যে, জেলাশাসকরাও স্ক্যানারে রয়েছেন। বিএলওরা ভাল কাজ করছেন। কিন্তু, এক শতাংশ বিএলও রাজনৈতিক চাপে পড়ে যাতে শাস্তির সম্মুখীন না হন, তা দেখতে হবে জেলাশাসকদের।

Continues below advertisement

ব্রেন স্ট্রোক, সেরিব্রাল অ্য়াটাক, আচমকা অসুস্থ। প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ নথি-পত্র ফেলে কান্নাকাটি করছেন BLO-দের একাংশ। এর নেপথ্য়ে কী ? কাজের চাপ ? অসম্ভব মানসিক চাপ ? না কি দুইই ? BLO-রা বলছেন, SIR-এর কাজ করতে গিয়ে এক এক সময় এক একরকম সমস্য়ার সম্মুখীন হতে হচ্ছে।

প্রথমে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি। তারপর, পূরণ করা ফর্ম সংগ্রহ। শেষে ভোটারদের সেই তথ্য় তুলতে হচ্ছে BLO অ্য়াপে। কাজের চাপে ডেটা এন্ট্রির সময় অনিচ্ছাকৃত ভুলও হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বুধবার 'এডিট' অপশন দেওয়া হয়েছিল। কিন্তু, BLO-দের একাংশের অভিযোগ, বৃহস্পতিবার সেই এডিট অপশন উধাও। BLO-দের অনেকেই টেক-স্য়াভি নন। অনেকেরই মোবাইল ফোনে তথ্য় তুলতে সময় লাগছে। তার ওপর রয়েছে নির্বাচন কমিশনের ডেডলাইন। সূত্রের খবর, ৪ ডিসেম্বর এই প্রক্রিয়া শেষ হওয়ার কথা থাকলেও, ২৫ নভেম্বরের মধ্য়ে BLO-দের কাজ শেষ করতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে, হাঁসফাঁস অবস্থা BLO-দের একাংশের।

Continues below advertisement

এই পরিস্থিতিতে SIR স্থগিতের জন্য় সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ করেছেন, BLO-দের মৃত্যুর প্রসঙ্গ। পাল্টা মুখ্য়মন্ত্রীকে আক্রমণ করে, এসআইআর চালিয়ে যাওয়ার দাবিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। 

জ্ঞানেশ কুমারকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, আমি অনুরোধ করছি দয়া করে চলমান প্রক্রিয়া স্থগিত করতে হস্তক্ষেপ করুন, দমনমূলক পদক্ষেপ বন্ধ করুন, যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হোক এবং বর্তমান পদ্ধতি ও সময়সীমা পুনর্বিবেচনা করা হোক। আমার বিশ্বাস, এই নিয়ে দেরি না করে আপনি পদক্ষেপ নেবেন।