প্রাথমিকভাবে স্পষ্ট ছিল না, দুর্ঘটনার আগে পাইলট বেরোতে পেরেছিলেন কি না। গত বছর মার্চ মাসেও দুর্ঘটনার মুখে পড়েছিল ভারতের যুদ্ধবিমান তেজস। সেবার অবশ্য প্রাণরক্ষা হয়েছিল পাইলটের। এবার আর তা হল না। দুবাইয়ে এয়ার শো চলাকালীন ভেঙে পড়া যুদ্ধবিমান তেজসের পাইলটের মৃত্যু হয়েছে বলে এক বিবৃতিতে জানাল ভারতীয় বায়ুসেনা।

Continues below advertisement

বিবৃতিতে IAF-এর তরফে জানানো হয়েছে, আজ দুবাইয়ে এয়ার শো-র সময় ভারতীয় বায়ুসেনার একটি তেজস বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় পাইলট গুরুতর আহত হন। ভারতীয় বায়ুসেনা প্রাণহানির জন্য গভীরভাবে শোক প্রকাশ করছে এবং এই শোকের সময়ে শোকাহত পরিবারের পাশে রয়েছে। দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

 

Continues below advertisement