কলকাতা : তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের (Saket Gokhale) ফের গ্রেফতারির প্রতিবাদে গুজরাতে পৌঁছেছে দলের ৫ সদস্যের প্রতিনিধি দল। ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। এবার ট্যুইটারে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 'গণতন্ত্র নড়বড়ে অবস্থায়' বলে লিখেছেন তিনি। 


ট্যুইটারে অভিষেক লেখেন, 'মাত্র ৩ দিনের ব্যবধানে দু'বার সাকেত গোখলেকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ (Gujrat Police)। তাও আবার আদর্শ আচরণবিধি থাকার মধ্যেই। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে। বিজেপির আজ্ঞাবহ হয়ে কাজ করছে। নড়বড়ে অবস্থায় গণতন্ত্র।'



তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র (Spokesperson) সাকেত গোখলেকে (Saket Gokhale) ফের গ্রেফতার করা হয়েছে । আমদাবাদ থেকে তাঁকে গ্রেফতার করে গুজরাত পুলিশ । জামিন পাওয়ার পর সাকেতের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। এর আগে মঙ্গলবার জয়পুর যাওয়া পথে গ্রেফতার হন সাকেত। জয়পুর বিমানবন্দরেই তাঁকে গ্রেফতার করে গুজরাত পুলিশ (Gujrat Police)। কোনও নোটিস বা ওয়ারেন্ট ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে ট্যুইটারে অভিযোগ করেন ডেরেক ও' ব্রায়েন। ঘটনায় জনপ্রতিনিধিত্ব আইন ভাঙা হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। আদর্শ আচরণবিধি চালু থাকার সময় এভাবে গ্রেফতার করা যায় না বলে অভিযোগ তৃণমূলের। সাকেত গোখলের গ্রেফতারিকাণ্ডে নির্বাচন কমিশনের দ্বারস্থও তৃণমূল। ১২ ডিসেম্বর তাদের সময় দিয়েছে কমিশন ।


এদিকে হৃদরোগী সাকেতের গ্রেফতারিতে পর পর ট্যুইট তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েনের। ঘটনায় একই সঙ্গে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ট্যুইটারে তিনি লেখেন, "জামিন পাওয়ার পরও সাকেত গোখলেকে হেনস্থা করছে গুজরাত পুলিশ। ৮ ডিসেম্বর রাত পৌনে ৯টা নাগাদ ফের তাঁকে গ্রেফতার করা হয়েছে। আমদাবাদের সাইবার থানা থেকে বেরনোর সময় কোনও নোটিস বা ওয়ারেন্ট ছাড়াই তাঁকে গ্রেফতার করে অজানা গন্তব্যে নিয়ে যাচ্ছে পুলিশ। ঘৃণ্য কাজ।"


আরও পড়ুন ; ফের গ্রেফতার 'হৃদরোগী' সাকেত ! জামিনের পর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তৃণমূলের