রুমা পাল এবং ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: যে যার মতো করে ভবিষ্যদ্বাণী করেছেন। কিন্তু SIR এর মাঝপথে কমিশন সূত্রে যে তথ্য সামনে এল, তাতে কোনও রাজনৈতিক নেতার ভবিষ্যদ্বাণীর সঙ্গেই আপাতত মিল নেই নাম বাদ যাওয়া ভোটারের সংখ্যার। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত এরাজ্যে নাম বাদ পড়েছে ১০ লক্ষের। 

Continues below advertisement

এর আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন, SIR-এ বাদ যাবে কত, ১ কোটি বাদ যাবে। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, '১ থেকে ১ কোটি ২০ লক্ষের ওপরে ভোট কাটা যাবে SIR হলে।' অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আজকে গদিওয়ালারা ভাবছে যেনতেন ২ কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, না হয় বাংলাদেশে ছেড়ে দিই।' 

পশ্চিমবঙ্গে SIR-এ কত নাম বাদ যাবে? এ নিয়ে রাজনৈতিক ভবিষ্যদ্বাণীতে চলছেই। কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর, এ রাজ্যে এখনও পর্যন্ত ১০ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ৬ লক্ষ। উত্তর কলকাতায় সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে। এই ১০ লক্ষের মধ্যে শুধুমাত্র উত্তর কলকাতাতেই বাদ পড়েছে ১০% নাম। 

Continues below advertisement

চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন BLO-রা। কমিশনের তরফে জানানো হয়, সোমবার বিকেল ৪টে পর্যন্ত, রাজ্যে বিলি করা হয়েছে ৭ কোটি ৬৫ লক্ষ এনুমারেশন ফর্ম। যা মোট ফর্মের ৯৯.৭৬ শতাংশ। ৪ কোটি ৫৫ লক্ষ এনুমারেশন ফর্ম ইতিমধ্যেই 'ডিজিটাইজ' করা হয়েছে। যা শতাংশের হিসেবে ৫৯.৪। এখনও ১০ লক্ষ ৩৩ হাজার ফর্ম সংগ্রহ করা বাকি রয়েছে। 

পশ্চিমবঙ্গে এসাইআর-এর গতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্য় নির্বাচনী আধিকারিক। রাজ্যে SIR-এর পর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৭ ই ফেব্রুয়ারি। 

অন্যদিকে, নির্ধারিত সময়সীমার আগে এনুমারেশন ফর্ম ফিলআপ-এর কাজ শেষ। দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের ৬ বুথ লেভেল অফিসারকে বিশেষ সম্বর্ধনা। এনুমারেশন ফর্ম দেওয়া-নেওয়া ও ডিজিটাইজেশনের জন্য এই স্বীকৃতি প্রদান। একইভাবে, নির্ধারিত সময়ের আগে দ্রুত কাজ শেষ করে দৃষ্টান্ত স্থাপন করলেন হুগলি আরামবাগের BLO কুন্তল ঘোষাল। তিনি ওই এলাকার ১৮২ নম্বর বুথের BLO. তাঁর দাবি তিনি ১৭ দিনে SIR-এর যাবতয় কাজ শেষ করেছেন।