কলকাতা : সত্যিই কি বাংলার দিকে ধেয়ে আসছে সাইক্লোন সেনিয়ার? অনেক জল্পনা ছিল। অবশেষে সেনিয়ারের অবস্থান স্পষ্ট করে দিল মৌসম ভবন। মঙ্গলবার চেন্নাইয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর-পূর্ব মৌসুমি বায়ু তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে তামিলনাড়ুতে ইতিমধ্যেই গত ২৪ ঘন্টা ধরে ব্যাপক ভারী বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে মালাক্কা প্রণালীর উপর অবস্থান করা নিম্নচাপ অঞ্চলটি আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবারই আইএমডি আবহাওয়া বুলেটিনে জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ুর বেশ কয়েকটি উপকূলীয় জেলা টানা বৃষ্টিতে ভিজতে পারে। আবহাওয়ার গতিপ্রক-তি বলছে, ২৭ নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে এই মরশুমের দ্বিতীয় ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে। এই ঝড় তৈরি হলে, ঝড়টির নাম হবে সেনিয়ার। এই নাম সংযুক্ত আরব আমিরশাহীর দেওয়া। এর অর্থ "সিংহ"। সোমবার ঘূর্ণিঝড়টি ২৯ এবং ৩০ নভেম্বর চেন্নাই উপকূলের কাছাকাছি পৌঁছে যেতে পারে।
আবহাওয়া দফতর বলছে, এর সরাসরি কোনো প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আপাতত কলকাতায় বৃষ্টিবাদলা বা ঝড়, কোনও সম্ভাবনাই নেই। সকালে কুয়াশা/ধোঁয়াশা থাকলেও পরের দিকে পরিষ্কার আকাশ থাকবে। তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। সোমবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে হালকা কুয়াশা। কলকাতায় পারদ ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর ঘরেই থাকবে। আগামী পাঁচ দিন একই রকম আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই।
কলকাতার আবহাওয়া
কলকাতায় তাপমাত্রা আজ কিছুটা কমলো। কলকাতায় ১৬ ডিগ্রির ঘরে পারদ। আপাতত শুষ্ক আবহাওয়া। কোন কোন জেলায় সকালে কুয়াশা; পরে পরিষ্কার আকাশ। শীতের আমেজ সামান্য বাড়লো। সকালে ও রাতে শীতের অনুভূতি। আগামী ৩/৪ দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই খুব সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করতে পারে। তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন নেই। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। শুষ্ক হাওয়ায় হালকা শীতের আমেজ। রাতে এবং খুব সকালে হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় তা উধাও হবে।