পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: তুমুল ঝড়ে লন্ডভন্ড বাঁকুড়ার (Bankura Storm) একাংশ। কোথাও চিনের চাল উড়ে গিয়ে পড়ল গাছের উপর, কোথাও আবার জাতীয় সড়কে আছড়ে পড়ল টিনের শেড। বিদ্য়ুৎ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন একাধিক এলাকায়। 


বিশদ পরিস্থিতি...
গত কাল অর্থাৎ শনিবারের ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের বিদ্যুৎ ও ইন্টারনেট পরিসেবা। এমনিতে, গত কয়েকদিন ধরে তুমুল গরমে ঝলসে যাচ্ছিল বাঁকুড়া, সহ্য করতে হচ্ছিল তাপপ্রবাহের দাপট। গত কাল সন্ধেয় হঠাৎ, জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে প্রবল ঝড় বৃষ্টি হয়। ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে কোথাও টিনের চালা জাতীয় সড়কে উড়ে পড়ে, আবার কোথাও ঝড়ে উড়ে যায় টিনের শেড। 
বাঁকুড়ার লালবাজার সারদাপল্লী এলাকার কথাই ধরা যাক। একটি বাড়ির ছাদে থাকা টিনের শেড উড়ে গিয়ে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে পড়েছিল সেখানে। টিনের শেডের আঘাতে আহত হন স্থানীয় এক ব্যক্তি। বাঁকুড়া শহরের ফাঁসিডাঙ্গা এলাকায় একটি গুদাম ঘরের টিনের চালা উড়ে গিয়ে পড়েছিল পার্শ্ববর্তী একটি গাছের উপর। প্রায় কুড়ি ফুট উঁচুতে সেই চালাটি দেখে চমকে ওঠেন স্থানীয়দের অনেকে। গত কালের ঝড়ে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে বিদ্যুতের তার ছিড়ে যায়। ধাক্কা খায় ইন্টারনেট পরিষেবাও। বস্তুত, জেলার নানা প্রান্ত বিদ্যুৎ-বিচ্ছিন্ন থাকে। একাধিক জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ইন্টারনেট পরিসেবাও।


দিনচারেক আগেও এক ঘটনা... 
দিনচারেক আগেই বাঁকুড়ার বড়জোড়া এলাকা ঝড় লন্ডভন্ড হয়ে যায়। একের পর এক কাঁচা বাড়ি, দোকান ক্ষতিগ্রস্ত হয়। সেদিন বিকেলে বড়জোড়ায় প্রবল ঝড়-বৃষ্টি হয়েছিল। দেজুড়ি গ্রামের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয় সেই ঝড়বৃষ্টিতে, ভেঙে পড়ে গাছ। সন্ধেয় ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তিনি। একই দিনে  বাঁকুড়া সদর থানার আকুরাবাদের বজ্রাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়। তবে সার্বিক ভাবে এখনও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা মেলেনি। অস্বস্তি ও গরম ক্রমেই বেড়ে চলেছে। অন্য দিকে, উত্তরবঙ্গের ছবিটা আবার আলাদা। একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ । কালিম্পং, সিকিম ও ভুটানে ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়না সহ একাধিক নদী। পাহাড়ে ভারী বৃষ্টির জেরে জল ঢুকতে শুরু করেছে ডুয়ার্সের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাও গ্রামের বেশ কিছু বাড়িতে। 


আরও পড়ুন:কলকাতা শ্য়ুটআউটকাণ্ডে পাকড়াও ৪! এখনও পলাতক সোনা