তুহিন অধিকারী, বাঁকুড়া: মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি হল এক অন্তঃসত্ত্বা মহিলার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার বালিঠা গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতার নাম বৃষ্টি রায়।
স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের বালিঠা গ্রামের বাসিন্দা বৃষ্টি রায়ের শ্বশুরবাড়ি ওই ব্লকেরই ঝেরো কঙ্কাবতী গ্রামে। মহিলা অন্তঃসত্ত্বা হওয়ার পর বালিঠা গ্রামে বাপের বাড়িতেই ছিলেন। গতকাল দুপুরে নিজের মোবাইল ফোনে চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন ওই মহিলা। বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসতেই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই মহিলাকে উদ্ধার করা হয়। ঘটনায় মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে স্থানীয় কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।
এর আগে গত মাসে কাজে যাওয়ার পথে রাস্তায় পড়ে থাকা হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। গত ২৪ এপ্রিল সকালে রহড়া বাজারের কাছে হাঁড়িপুকুরে এই ঘটনা ঘটে। গতকাল ঝড় ও বৃষ্টি হওয়ায় হাইটেনশন তার ছিঁড়ে যায়। সকালে রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হন বছর ৫০-এর সাইকেল আরোহী।