তুহিন অধিকারী, বাঁকুড়া: বাঁকুড়ায় (Bankura) হাতির আক্রমণে আহত হলেন দুই পুলিশকর্মী। পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়ায় ঢুকেছে ৪০ হাতির ওই দল। বন বিভাগ সূত্রে খবর, দলের একটি বাচ্চা হাতির মৃত্য়ু হওয়ায় আক্রমণাত্মক হয়ে রয়েছে দলটি। গতকাল রাতে হাতির দলটি জঙ্গল লাগোয়া এলাকায় দুই পুলিশকর্মীর উপর চড়াও হয়। আহত দুই পুলিশকর্মীকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
হাতির আক্রমণে আহত: বৃহস্পতিবার রাতে ওই দল হাতি পাঞ্চেত বনবিভাগের আস্থাশোল জঙ্গল থেকে বিষ্ণুপুরমুখী হয়। সেখানে হাতির ডিউটিতে ছিলেন বিষ্ণুপুর থানার পুলিশ। হাতির দল রাস্তা পারাপার করার সময় দল হাতির থেকে একটি হাতি কর্তব্যরত দুই পুলিশকে আক্রমন করে। ঘটনায় জখম হয় দুই পুলিশ কর্মী। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেসালিটি হাসপাতালে। তবে প্রত্যকেই সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অন্যদিকে ওই দল হাতি বনদফতরের এলিফ্যান্ট স্কোয়াড টিমের ও বনকর্মীদের তৎপরতায় পাঞ্চেত বনবিভাগের বিষ্ণুপুর, জয়পুরের জঙ্গল পেরিয়ে গোঁসাইপুরের কাছে দ্বারকেশ্বর নদ পেরিয়ে গিয়েছে। বর্তমানে হিংজুড়ি, কুশদ্বীপ হয়ে বাঁকুড়া উত্তর বনবিভাগের সোনামুখী রেঞ্জের তেঁতুলবাধে অবস্থান করছে হাতির দল। তবে এখনও হাতির হানায় ক্ষয়ক্ষতির কোন খবর নেই।
আগেই জানা গিয়েছিল বাঁকুড়ার একেবারে সীমানায় রয়েছে হাতির (Elephant) দুই বড় দল। পুজোর মুখে হাতির দল নিয়ে চিন্তা বাড়িয়েছে বনবিভাগের (Forest Department)। ইতিমধ্যে পুজোর ছুটি বাতিল করা হয়েছে বাঁকুড়ার বনকর্মীদের। দিনকয়েক আগে থেকেই বাঁকুড়ার (Bankura) প্রায় দোরগোড়ায় এসে পৌঁছেছে বড়সড় হাতির দল। আশঙ্কা সত্যি করে বাঁকুড়া জেলায় ঢুকে পড়েছে ৪০টি হাতির দল। পুজোর মুখে হাতির দল নিয়ে চিন্তায় পড়েছে বনবিভাগ। ইতিমধ্যেই বাঁকুড়া জেলা বনবিভাগের কর্মীদের পুজোর ছুটিও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্য বনপাল (সেন্ট্রাল)। পুজোর মুখে হাতির দলের গতিবিধি নিয়ন্ত্রণ, প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঠেকাতে বুধবার বিকেলেই বাঁকুড়ার বেলিয়াতোড় ফরেস্ট রেস্ট হাউসে বৈঠক হয়েছিল। জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে বিশেষ বৈঠক করেছিল বনদফতর। আর এরই মধ্যে হাতির তাণ্ডবে আক্রান্ত হলেন দুই পুলিশকর্মী। গোটা ঘটনায় চিন্তায় স্থানীয়রা।
আরও পড়ুন: WB Dengue: রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, পরিস্থিতি মোকাবিলায় চিঠি কেন্দ্রের