কলকাতা : রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী বাকিবুর রহমানের আরও সম্পত্তির হদিশ পাওয়া গেছে। কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। বাকিবুর ও তাঁর আত্মীয়ের নামে ৯৫ জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে বলে ইডি সূত্রের দাবি। সূত্রের আরও দাবি, প্রায় ১০০ কোটি টাকা সম্পত্তির হদিশ পাওয়া গেছে। বাকিবুরের ১ হাজার ৬৩২ কাঠা জমির খোঁজ মিলেছে। বেশিরভাগ জমিই উত্তর ২৪ পরগনা ও বহরমপুরে। পার্ক স্ট্রিট, রাজারহাট, বারাসাত ও রঘুনাথপুরে ৯টি ফ্ল্যাট রয়েছে বাকিবুরের।


পানশালা, হোটেল থেকে চালকল-গমকল ! রেশন দুর্নীতি মামলায় (Ration Distribution Scam Case) ইডি-র হাতে গ্রেফতার মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের সম্পত্তির ভাণ্ডারে কী নেই ? আশ্চর্যজনকভাবে, মন্ত্রী ঘনিষ্ঠের একাধিক মিল রয়েছে একই ঠিকানায়। অন্য কোনও প্রভাবশালী ব্যক্তির টাকাই ঘুরপথে বিনিয়োগ করছেন না তো বাকিবুর রহমান ? উত্তর খুঁজছে ইডি।


করোনাকালে রাজ্যের বহু জায়গায় রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগ ওঠে। তাতে বিপুল টাকা তছরুপের অভিযোগ ওঠায়, ২০২২ সালের এপ্রিলে ECIR দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মামলায়, গত ১১ অক্টোবর, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার মোট ১২টি জায়গায় হানা দেয় ED। ৩ দিনে, ৫৫ ঘণ্টা ধরে, টানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর ১৪ অক্টোবর, বাকিবুর রহমানকে গ্রেফতার করা হয়।


ED সূত্রে দাবি, বাকিবুর ও তাঁর আত্মীয়ের নামে ৯৫টি জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে। যার বাজারমূল্য আনুমানিক ১০০ কোটি টাকা। এছাড়াও, বাকিবুরের ১ হাজার ৬৩২ কাঠা জমি ও ৯টি ফ্ল্যাটের খোঁজ মিলেছে। তাঁকে জেরা করে মেলা তথ্যের ভিত্তিতেই গতকাল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি, এমনই খবর ED সূত্রের। যদিও গতকাল রুটিন মেডিক্যাল পরীক্ষার পর সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় এ নিয়ে প্রশ্ন করা হলে মুখে কুলুপ আঁটেন বাকিবুর।


এদিকে রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকও। জোড়া বাড়িতে ২০ ঘণ্টার ম্য়ারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গতকাল রাতে বনমন্ত্রীকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাত ৩টে ২৩ নাগাদ সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় তাঁকে। সকালে স্বাস্থ্য পরীক্ষার পর দুপুরে জ্য়োতিপ্রিয় মল্লিককে আদালতে পেশ করা হবে বলে ইডি সূত্রে খবর। গ্রেফতারির পর তিনি গভীর ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করেছেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী।