প্রকাশ সিনহা, জয়ন্ত পাল, সুদীপ্ত আচার্য, কলকাতা ও সন্দেশখালি : সোমবার তৃতীয়বার শেখ শাহজাহানকে তলব করেছে ইডি। তাঁর বিরুদ্ধে আগেই জারি করা হয়েছে লুক আউট নোটিস। সোমবারও ইডি দফতরে হাজিরা না দিলে এবার কি সোজাসুজি তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে ইডি ? নাকি তাঁকে চতুর্থবারের জন্য নোটিস পাঠাতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ? সেই দিকেই নজর রয়েছে সব পক্ষের।
৫ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি। পেরিয়ে গেছে ৩৭টা দিন। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে ইডি-র ওপর বর্বরোচিত হামলায় মাস্টারমাইন্ড, তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও পুলিশের খাতায় অধরা। এই পরিস্থিতিতে এবার সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ নেতাকে
তৃতীয়বার হাজিরার নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এর আগে ২৯ জানুয়ারি ও ৭ ফেব্রুয়ারি তলব করা হলেও শেখ শাহজাহান আসেননি। সোমবার সকাল ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠছে, সোমবার কি হাজিরা দেবেন শেখ শাহজাহান ? নাকি ফের এড়িয়ে যাবেন ইডির তলব ?
পরপর তিনবার হাজিরা এড়িয়ে কি পার পাবেন সন্দেশখালির বেতাজ বাদশা ?
ইডি সূত্রে খবর, সোমবার হাজিরা না দিলে, সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। তা নিয়ে ইতিমধ্যে আইনি পরামর্শও নিচ্ছেন আধিকারিকরা। বিশেষজ্ঞরা বলছেন, সেক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে খোলা থাকছে একাধিক পথ। পরপর তিনবার শেখ শাহজাহান হাজিরা এড়ালে, আদালতের দ্বারস্থ হতে পারে ইডি। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারির জন্য আর্জিও জানাতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে, কোর্ট মারফত তাঁকে সমন পাঠানো হতে পারে। কোর্টের নোটিসের পরও শেখ শাহজাহান হাজির না হলে, তাঁকে 'প্রোক্লেমড অফেন্ডার' ঘোষণা করা হতে পারে। খাতায়-কলমে তাঁকে 'ফেরার' ঘোষণা করা হতে পারে। বাজেয়াপ্ত করা হতে পারে শেখ শাহজাহানের সম্পত্তি।
এদিকে অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন করেছেন শেখ শাহজাহান। সোমবার সেই মামলারও শুনানি রয়েছে ব্যাঙ্কশাল কোর্টে। শেখ শাহজাহানের আইনজীবী আগেই আদালতে নিজেদের বক্তব্য রেখেছেন। সোমবার জামিনের বিরোধিতা করে ইডির তরফে কি বলা হয় বা তাঁর বিরুদ্ধে আদালতে কোনও তথ্যপ্রমাণ পেশ করা হয় কিনা, সেদিকেই নজর সকলের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে