প্রকাশ সিন্হা, কলকাতা: কয়লা পাচারকাণ্ডে এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) নজরে পুরুলিয়ার বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো (Sushanta Mahato)। ইডি সূত্রে খবর, শুক্রবার সকাল ১১টা নাগাদ দিল্লিতে ইডি-র সদর দফতরে তৃণমূল (TMC) বিধায়ককে তলব করা হয়েছে। পাশাপাশি, আগামীকাল মন্ত্রী মলয় ঘটককেও(Moloy Ghatak) ফের দিল্লিতে তলব করেছে ইডি। কয়লাকাণ্ডে এই নিয়ে চতুর্থবার তলব করা হল মন্ত্রীকে। ইডি সূত্রে খবর, কয়লা পাচারে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে রেখেই তৃণমূল বিধায়ক এবং মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে।
বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ককে তলব ইডি-র
ইডি সূত্রে দাবি, কয়লা পাটার কাণ্ডের তদন্ত করতে গিয়ে একাধিক সাক্ষীর বয়ানে মলয়ের নাম উঠে এসেছে। কয়লা মাফিয়াদের বয়ানেও তাঁর নামের উল্লেখ পাওয়া গিয়েছে। মলয়কে আগেও জিজ্ঞাসাবাদ করা হয় তিন বার। কিন্তু অনেক ক্ষেত্রেই তথ্য মিলছে না। একাধিক জায়গায় বিভ্রান্তি রয়েছে। কোথাও না কোথাও তিনি কিছু গোপন করছেন বলে মনে হয়েছে তদন্তকারীদের। তাই ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: Saradha Scam Case: শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক সুদীপ্ত, সারদা উত্তাপে ফের তেতে উঠছে বঙ্গ রাজনীতি
অন্য দিকে, এই প্রথম কয়লা পাচার কাণ্ডে ডাক পড়ল সুশান্তর। সরাসরি দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত নথই যাচাই করতে গিয়ে সুশান্তর নাম পাওয়া গিয়েছে। অনুপ মাঝি তথা লালার দফতরে তল্লাশি চালিয়ে যে নথি মেলে, তাতেও তাঁর নাম উঠে আসে বলে খবর।
মলয়-সুশান্তকে মুখোমুখি বসিয়ে জেরা!
তদন্তকারীদের যুক্তি, সুশান্ত পুরুলিয়ার বাঘমুণ্ডির জনপ্রতিনিধি। লালার বাড়ি এবং কর্মস্থলও ওই এলাকায়। সেখানে একাধিক খনি রয়েছে। এলাকার জন প্রতিনিধি হিসেবে সুশান্তর নজরের সামনেই সবকিছু ঘটেছে। তাই সমস্ত তথ্য-প্রমাণ সামেন রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। প্রয়োজনে সুশান্ত এবং মলয়কে মুখোমুখি বসিয়েও জেরা করে হতে পারে বলে জানা গিয়েছে।