বিটন চক্রবর্তী, হলদিয়া: পঞ্চায়েত ভোটের আগে হলদিয়ায় (Haldia) প্রকাশ্যে তৃণমূলের (TMC) ই নেতার সংঘাত। দুর্নীতির প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দিচ্ছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা ও তাঁর অনুগামীরা। দলেরই নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল সভাপতি অশোক মাইতি। পুলিশ-প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি। দুর্নীতির অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সমিতির সভাপতির। পঞ্চায়েত ভোটের আগে  দলের দুই নেতার সংঘাত নিয়ে অস্বস্তিতে তৃণমূল শিবির। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।


হলদিয়ায় পঞ্চায়েত (Haldia Panchayet) স্তরে সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ। তা নিয়েই বাগযুদ্ধে জড়ালেন হলদিয়া ব্লক তৃণমূল সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি। ব্লক তৃণমূল সভাপতির অভিযোগ, দুর্নীতির বিরুদ্ধে বলায়,  খুনের হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি। 


হলদিয়া উন্নয়ন ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক মাইতির কথায়, হলদিয়া পঞ্চায়েত সমিতি যতরকম কাজ করছে, সমস্ত কাজের ওপর দুর্নীতির পাহাড় প্রমাণ হয়ে গেছে। এমনকী RTI করার ফলে আমাকে দিনের পর দিন হুমকি দেওয়া হচ্ছে।


আরও পড়ুন: Bogtui Update: 'আমাকে ফাঁসিয়েছে, ষড়যন্ত্রকারীদের নাম বলব', আনারুলের মন্তব্যে ফের শুরু তরজা


১০০ দিনের কাজে আর্থিক বঞ্চনার অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল। ঠিক সেই সময়, তৃণমূল পরিচালিত হলদিয়া পঞ্চায়েত সমিতি-সহ একাধিক পঞ্চায়েতে ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতি, স্বজনপোষণের বিস্ফোরক অভিযোগ করলেন ব্লক তৃণমূলের সভাপতি!দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় খুনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। অভিযোগের তির পঞ্চায়েত সমিতির সভাপতি ও তাঁর অনুগামীদের দিকে।


যাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তৃণমূল পরিচালিত হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন। পঞ্চায়েত ভোটের আগে দুর্নীতির অভিযোগে দলের নেতাদের একাংশ পরস্পরের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়ায় রীতিমতো অস্বস্তিতে তৃণমূল শিবির। সুযোগ পেতেই এই ইস্যুতে শাসক শিবিরকে বিঁধেছে বিরোধী বিজেপি।