মুন্না অগ্রবাল, বালুরঘাট (দক্ষিণ দিনাজপুর): এখনও রাজ্যের নানা প্রান্তে করোনার ভ্যাকসিন নিয়ে হয়রানি অব্যাহত। টিকা না পেয়ে আজ ফের উত্তপ্ত হল বালুরঘাট হাসপাতাল চত্বর।


ভ্যাকসিন নিতে এসে না পেয়ে বালুরঘাট হাসপাতালের সামনে ৫১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন টিকা প্রাপকরা। ঘটনা শনিবার দুপুরের। রাস্তা অবরোধের খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। অবরোধ শুরু হতেই তা যদিও তুলে দেয় পুলিশ।


বিক্ষোভকারীদের ঠিক কী অভিযোগ? তাঁদের দাবি, করোনার টিকা নেওয়ার জন্য ভোরবেলা থেকে বালুরঘাট হাসপাতালের ভ্যাকসিন সেন্টারের সামনে লাইন দেন তাঁরা। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর শেষ মুহূর্তে এসে তাঁদের জানানো হয় যে তাঁরা আর টিকা পাবেন না। কিন্তু অভিযোগকারীরা জানাচ্ছেন, টিকার জন্য গতকালই তাঁরা নাম নথিভুক্ত করেছিলেন, সেই সঙ্গে স্লিপও নিয়েছিলেন। গতকাল অর্থাৎ শুক্রবারই ভ্যাকসিন সেন্টারের তরফ থেকে তাঁদের জানিয়ে দেওয়া হয় যে আজ অর্থাৎ শনিবার, তাঁদের টিকা দেওয়া হবে। সেই কথা মতো আজ তাঁরা এসে টিকার লাইনে দাঁড়ান। কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর টিকা না পাওয়ার কথা জানানো হয়।


বিক্ষুব্ধ টিকা প্রাপকদের দাবি, আগেই কেন ভ্যাকসিন সেন্টারের তরফে জানিয়ে দেওয়া হল না যে তাঁরা ভ্যাকসিন পাবেনা না। তাহলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট হত না কারোরই।


এই বিষয়ে অতিরিক্ত জেলা শাসক বিবেক কুমারকে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাপকরা কেন ভ্যাকসিন পাচ্ছেন না সেই বিষয়টি তাঁরা খতিয়ে দেখবেন। বিষয়টি স্বাস্থ্য আধিকারিককে জানানো হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।


এদিকে রাজ্যবাসী আতঙ্কিত করোনার তৃতীয় ঢেউ নিয়ে। বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মতে করোনা থেকে বাঁচতে টিকাই একমাত্র উপায়। ফলে সকলেই মরিয়া করোনা ভ্যাকসিনের ডোজ নিতে। শেষ বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনায় নতুন করে আক্রান্ত ৬৭৮ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে।