কলকাতা: 'অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে',এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায়ে প্রতিক্রিয়া হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly On SSC Scam Verdict)। একসময়ে এই মামলায় তাঁর একের পর এক পর্যবেক্ষণ তুমুল আলোচনা-আলোড়ন তৈরি করেছিল। এখন তিনি বিচারপ্রক্রিয়া থেকে অনেক দূরে, রাজনীতির ময়দানে। বিজেপির টিকিটে তমলুক লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন। তার মধ্যে সাংবাদিক বৈঠকে বললেন, 'রায় শুনে স্বস্তি পেয়েছি এমন নয়। আমার ব্যক্তিগত কোনও বিষয় ছিল না যে এই রায়ে স্বস্তি পাব। তবে খুব উপযুক্ত রায় হয়েছে।' সঙ্গে আরও সংযোজন, 'জোচ্চরদের ফাঁসিতে চড়ানোর ব্যবস্থা করতে হবে।'
কী বললেন?
'আমার যে খুব আনন্দ হচ্ছে, তা নয়... আজ আমাদের খুব একটা আনন্দের দিন নয়। আদালতে ধরা পড়ে গিয়েছে। আমার হাতেও ধরা পড়েছে যখন আদালতে বিচার করছিলাম। এখন আবার ধরা পড়ে গিয়েছে। অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে', প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন প্রাক্তন বিচারপতি। তাঁর মতে, 'ডিভিশন বেঞ্চ আরও কঠোর হয়েছে। যতটা আমি হতে পারিনি, ডিভিশন বেঞ্চ সব দিক বিচার করে কাঠিন্য বজায় রেখে একটা রায় দিয়েছে। এতে আমি আনন্দিত। তবে আজ আনন্দ প্রকাশের দিন নয়। কারণ এই জোচ্চরদের অধীনে আর আমরা থাকতে চাই না।' তবে এখানে যে তাঁর ব্যক্তিগত স্বস্তি বা অস্বস্তির কোনও জায়গা নেই, এটিও স্পষ্ট করে দেন প্রাক্তন বিচারপতি। এটি যে তাঁর কোনও ব্যক্তিগত বিষয় ছিল না সেটি মনে করিয়ে তমলুকের বিজেপি প্রার্থী বলেন, 'আমার খারাপ লাগা রয়েছে যে দীর্ঘ দিন ধরে বহু যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে রাখা হল।'
রায়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে একই সঙ্গে মুখ্যমন্ত্রী ও রাজ্যের বর্তমান শাসকদলের তীব্র সমালোচনাও শোনা যায় তাঁর মুখে। বলেন, 'হিন্দু-মুসলিম সকলকে ঠকিয়েছিলেন। সকলের মুখ্যমন্ত্রীকে বর্জন করা উচিত। মিথ্যাচারী মুখ্যমন্ত্রী বঞ্চিত চাকরিপ্রার্থীদের ঠকিয়েছিলেন।' লজ্জা থাকলে এর সঙ্গে জড়িতরা যেন পদত্যাগ করেন, এই কথাও বলতে শোনা যায় তাঁকে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায়, 'আমাকে তো আহ্বান করেছিলেন, জজিয়তি ছেড়ে রাজনীতির ময়দানে আসুন। আমি তো এসেছি। তাঁদের তো আর টিকি দেখতে পাচ্ছি না। তাঁরা সুরক্ষা বলয় ছেড়ে নেমে আসুন। দেখা যাক, তাঁকে সিবিআই গ্রেফতার করে নাকি করে না।'
আরও পড়ুন:যোগ্যতার নিরিখে যাদের চাকরি হয়েছিল, তাদের চাকরির সুযোগ রইল, কীভাবে ?
Education Loan Information:
Calculate Education Loan EMI