Student Harassment: হুগলির কলেজে প্রাক্তনীদের 'দাদাগিরি', বীরভূমের কলেজে 'হুমকি' দেওয়ায় অভিযুক্ত TMCP নেতা

Birbhum And Hooghly News:যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার রেশ পুরোপুরি কাটার আগেই ফের হুগলির কলেজে প্রাক্তনীদের দাদাগিরির অভিযোগ উঠল। অন্যদিকে, বীরভূমের কলেজে হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়ুয়াদের হুমকি দিলেন TMCP নেতা।

Continues below advertisement

ভাস্কর মুখোপাধ্যায় ও সোমনাথ মিত্র, হুগলি ও বীরভূম: যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার রেশ পুরোপুরি কাটার আগেই ফের হুগলির কলেজে প্রাক্তনীদের দাদাগিরির অভিযোগ উঠল। অন্যদিকে, বীরভূমের কলেজে হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়ুয়াদের হুমকি দিলেন TMCP নেতা। অন্যদিকে, বীরভূমের কলেজে হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়ুয়াদের হুমকি দিলেন TMCP নেতা

Continues below advertisement

কী অভিযোগ? 
'আমরা নরমভাবে কথা বলি বলে ভেব না যে আমরা নরম। সামলাতে পারবে তো আমাদের?' অভিযোগ, কলেজ পড়ুয়াদের এই ভাষাতেই হুমকি দিতে শোনা গিয়েছে TMCP-এর ময়ূরেশ্বর ১ নং ব্লকের সভাপতি নাজামুল হোসেনের বিরুদ্ধে। বীরভূমের মল্লারপুরের টুরকু হাঁসদা লাপসা হেমব্রম মহাবিদ্যালয়ের TMCP-র হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো এই অডিও বার্তা ইতিমধ্যেই ভাইরাল। অভিযুক্ত নাজমুল হোসেন ওই কলেজের TMCP ইউনিট সভাপতি। তিনি ময়ূরেশ্বর ১ নং ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিও। টিএমসিপি ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে জোর করে রিমুভ করানো হবে বলে অডিও বার্তায় পড়ুয়াদের হুমকি দেন তিনি। অভিযোগ, তিনি বলেছেন, 'সমস্ত গ্রুপ থেকে লেফট হয়ে যাও। আর নাহলে কিন্তু আমরা সমস্ত ছেলেমেয়েকে একটা ক্লাসরুমে ভরব, ক্লাসরুমে ভরে আমাদের সামনে রিমুভ হতে হবে। একদম স্পষ্টভাবে জানিয়ে দিলাম, কড়াভাবে জানিয়ে দিলাম। কলেজ ভোট আসছে। কলেজে একটাই দল থাকবে তৃণমূল ছাত্র পরিষদ। একটাই ঝান্ডা উড়বে। শিক্ষার প্রগতি, সঙ্ঘবদ্ধ জীবন, দেশপ্রেম। এর বাইরে আর কিচ্ছু হবে না। আমরা নরমভাবে কথা বলি বলে ভেব না যে আমরা নরম।' ওই অডিও বার্তার কণ্ঠস্বর তাঁর বলে স্বীকার করলেও, হুমকি দেওয়া হয়েছে বলে মানতে নারাজ টিএমসিপি নেতা। তাঁর কথায়, 'হুমকি কোথায় দিয়েছি। ওটা তো ভালবেসে শাসন করেছি। অন্য ভুলভাল গ্রুপে যাতে জয়েন না করে। ওখানে শুধু টিএমসিপিই থাকবে।' বিষয়টি নিয়ে মল্লারপুরের টুরকু হাঁসদা লাপসা হেমব্রম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিত চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এটা কলেজ ক্যাম্পাসের বিষয় নয়, কেউ যদি মনে করে হুমকি দিয়েছে তারা প্রশাসনকে বলুক। প্রশাসনের দায়িত্ব এটা।'  অন্য দিকে, চাঁপাডাঙার রবীন্দ্র মহাবিদ্যালয়ে কলেজে ঢুকে পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের পাস আউট নেতাদের বিরুদ্ধে। প্রতিবাদে কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। তারকেশ্বর ব্লকের টিএমসিপি সভাপতি শেখ মুজাম আলির দাবি, সব অভিযোগ মিথ্যা। পাল্টা অভিযোগ শানিয়েছে বিজেপি। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার রেশ এখনও কাটেনি। ভয়াবহ সেই ঘটনায় উঠে এসেছে র‍্যাগিং-এর অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ।  সেই আবহেই এবার হুগলির কলেজে ফের প্রাক্তনীদের দাদাগিরির অভিযোগ উঠল। অন্যদিকে বীরভূমের কলেজে পড়ুয়াদের হুমকি দিতে শোনা গেল তৃণমূলের ছাত্র নেতাকে।

আরও পড়ুন:ক্লেটন ছন্দে থাকলে লাল হলুদের প্লাস পয়েন্ট, তবে রিজার্ভ বেঞ্চ ভীষণ দুর্বল: অর্ণব

Continues below advertisement
Sponsored Links by Taboola