সোমনাথ মিত্র, হরিপাল: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে উত্তাল গোটা রাজ্য তথা দেশ। চারিদিকে সুবিচারের দাবিতে বিক্ষোভ চলছে এর মাঝেই প্রায় অচৈতন্য ও অর্ধনগ্ন অবস্থায় এক নাবালিকাকে উদ্ধারের ঘটনা কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হুগলি জেলার হরিপালে (Haripal News)। ওই ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠেছে।  বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি রাস্তা থেকে তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে হরিপাল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হরিপালে এক নাবালিকাকে অন্ধকার গলির মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। ওই নাবালিকার নিম্নাঙ্গের পোশাক কিছুটা দূরে পড়ে ছিল বলে স্থানীয়দের দাবি। পাড়ার মহিলারা খবর পেয়ে তাকে পোশাক পরান এবং নাম ঠিকানা জানার চেষ্টা করেন।


প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই নাবালিকা তাঁদের জানিয়েছে তার বাড়ি সিঙ্গুরের নসিবপুরের খাল ধার এলাকায়। সিঙ্গুর থেকে টিউশন পরে বাড়ি ফেরার সময় হঠাৎ করেই তাকে একটি চার চাকা গাড়িতে তুলে নেয় কয়েকজন। এরপর কী হয়েছে তার আর মনে নেই। খবর পেয়ে পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর নাবালিকা এখন সুস্থ আছে বলে জানা গেছে। 


নির্যাতিতার পরিবারের তরফে হরিপাল থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে পকসো আইনে মামলা রুজ হয়েছে। তবে এখনও অধরা অভিযুক্তরা। এদিকে এই খবর পাওয়ার পরেই শুক্রবার রাতেই হরিপাল থানায় গিয়ে বিক্ষোভ দেখায় সিপিএমের মহিলা সংগঠন, ডিওয়াইএফআই ও এসএফআই।  ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে পুলিশের সঙ্গে বাদানুবাদেও জড়ায় তারা। শনিবার হরিপাল থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে ওই তিনটি সংগঠনের তরফে।


বিক্ষোভকারীদের দাবি, গোটা রাজ্যে যা ঘটনা ঘটছে তারই একটা উদাহরণ দেখা গেল হরিপালে। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক।


এপ্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের সুপার কামনাশিস সেন জানান, নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি অভিযুক্তদের গ্রেফতার করা হবে।  


হরিপালের ঘটনা নিয়ে পুলিশ ও তৃণমূলকে নিশানা করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য। টুইটে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুললেন বিজেপির আইটি সেলের প্রধান। তাঁর অভিযোগ, 'হুগলির হরিপালে কিশোরীকে ধর্ষণ করে রাস্তার ধারে ফেলে রেখে যাওয়া হয়।নির্যাতিতা যে হাসপাতালে ভর্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেই হাসপাতাল ঘিরে রেখেছে।'


 



 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।