ঝিলম করঞ্জাই, কলকাতা: দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলে এবার সন্দীপ ঘোষ ও তাঁর দুই ঘনিষ্ঠ হিসেবে পরিচিতর বিরুদ্ধে সরব হলেন আর জি কর মেডিক্য়ালের তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একাংশ। মর্গে অনিয়মের জন্যও চাপ দেওয়া হত বলে অভিযোগ করেছেন তাঁরা। অভিযোগ অস্বীকার করেছেন ওই দুই ব্যক্তি।  


আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার তাঁর ও তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত ২ জনের বিরুদ্ধে সরব হল আর জি কর মেডিক্য়ালের তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মচারী সংগঠন, ফেডারেশনেরই একাংশ। তাঁদের অভিযোগ, আগে এই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত দুই পদাধিকারী, সদস্যদের উপর চাপ দিয়ে, ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। টাকা দিতে রাজি না হলে, তাঁদের বদলির ভয় দেখানো হত


এমনকী বদলি পর্যন্ত করে দেওয়া হত। অভিযোগ, পুরোটাই চলত তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মদতে। আর জি কর মেডিক্যাল কলেজের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্য বিক্রম কামতি বলেন, 'কী অনিয়ম, হুমকি, যে দুজনের বিরুদ্ধে অভিযোগ তাদের নাম মাস্ট মাস্ট এর মুখে দিতে হবে। সন্দীপ ঘোষের মদতে হত এই অংশও দিতে হবেই'। 
 
চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদ-আন্দোলনের আবহে গত ১৯ অগাস্ট আর জি কর মেডিক্যাল কলেজে তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের ইউনিয়নের দায়িত্বপ্রাপ্তদের প্য়ানেল ভেঙে দেওয়া হয়, সংগঠনের তরফে। সেই প্যানেলের ২ জন পদাধিকারী সদস্য সহদেব চৌধুরী ও মণীশ মণ্ডলের বিরুদ্ধে শুক্রবার রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলল কর্মচারী ফেডারেশনেরই একাংশ।


আরও পড়ুন, দেহরক্ষী আফসারের স্ত্রীরও RG করে ক্যাফে ! টেন্ডার পাইয়ে দিতেও সন্দীপের বিরাট খেলা?


তাঁদের অভিযোগ, আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মদতপুষ্ট এই দু'জন প্রাক্তন পদাধিকারী সদস্যদের কাছ থেকে পার্টির চাঁদার নাম করে হাজার হাজার টাকা তুলতেন। মর্গে অনিয়মের জন্যও চাপ দেওয়া হত। অভিযোগ, যাঁরা প্রতিবাদ করতেন তাঁদেরকে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মদতে অন্য় জায়গায় বদলিও করিয়ে দেওয়া হত। 



সহদেব চৌধুরী ও মণীশ মণ্ডল দু'জনেরই অবশ্য দাবি এই অভিযোগ ভিত্তিহীন। সন্দীপ ঘোষের 'ঘনিষ্ঠ'র সহদেব চৌধুরী বলেন, 'আমি করিনি। এত ক্ষমতাবান নই। রাগ মেটানোর জন্য করেছে।' অভিযোগকারীদের দাবি, অনিয়ম সংক্রান্ত যাবতীয় তথ্য সিবিআই এবং ইডিকে দিতে তাঁরা প্রস্তুত। 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে