অরিন্দম সেন, আলিপুরদুয়ার: মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন স্কুলের সামনে মাইক বাজিয়ে RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ অবস্থান করছিল তৃণমূল (TMC)। পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবক মহিলারা এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তাঁদের একপ্রকার হেনস্থা করা হয় বলে অভিযোগ। তাঁদের প্রতিবাদকে রাজনৈতিক তকমা দেওয়ার চেষ্টা করা হয় বলেও দাবি। এমনকী মহিলাদের ঘিরে স্লোগান দিতে থাকেন বিক্ষোভে অংশ নেওয়া তৃণমূল কর্মীদের একাংশ। যদিও খবর পেয়ে স্থানীয় বিধায়ক এসে পরিস্থিতি সামাল দিয়ে মাইকের লাইন বন্ধ করে দেন বলে জানা গেছে। যদিও তারপর বক্স বাজিয়েই চলে বিক্ষোভ। বক্তব্য রাখে শাসকদলের নেতৃত্ব। যার খবর প্রকাশ্যে আসতেই আক্রমণে বিরোধীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার RG কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করেছিল টাউন ব্লক তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ার (Alipurduar) শহরের ২ নম্বর ওয়ার্ড ম্যাক-উইলিয়ম হাইস্কুলের ঠিক উল্টো দিকেই বক্সা ফিডার রোডের উপর স্টেজ বানিয়ে শুরু হয় তৃণমূলের অবস্থান-বিক্ষোভ। সেখানে প্রথমে মাইকে করে ঘোষণা পাশাপাশি গান চালানো হয় বলে অভিযোগ। যার শব্দ স্কুলের ভেতরে পরীক্ষা হলকেও অশান্ত করে বলে দাবি। শব্দ দূষণের জেরে অতিষ্ঠ পরীক্ষার্থীরা এর প্রতিবাদ করে অভিযোগ জানায় স্কুল কর্তৃপক্ষকে। তেমনি স্কুলের বাইরে অপেক্ষারত অভিভাবকরাও বিরক্ত হন বলে অভিযোগ। এরপরই মহিলা অভিভাবকরা তৃণমূলের অবস্থান বিক্ষোভের জায়গায় গিয়ে একাধিকবার অনুরোধ জানান মাইকের আওয়াজ কমিয়ে দেওয়ার জন্য। তাঁরা পরীক্ষার গুরুত্ব বোঝানোর চেষ্টা করলেও সেখানে থাকা তৃণমূল কর্মীরা তা না বুঝে রাজনৈতিক আক্রমণ শুরু করেন বলে অভিযোগ। যদিও অভিযোগকারী মহিলা বিষয়টিকে এড়িয়ে হালকা করার চেষ্টা করেন প্রশ্নের জবাবে।
এই ঘটনার কথা স্বীকার করে নিয়ে ম্যাক-উইলিয়ম হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক অনিল চন্দ্র রায় জানান, ফোন করে সমস্যাটির সমাধান করা হয়।
পরে এপ্রসঙ্গে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, "শান্তিপূর্ণ অবস্থান ছোট মাইক নিয়ে শুরু হয়েছিল। কিন্তু, এক মহিলা এসে জানানোর পর আওয়াজ কমিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যাতে ঠিকভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য সচেতন রয়েছি।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।