নয়াদিল্লি: দক্ষিণী তারকা প্রভাসকে (Prabhas) 'জোকার' (Joker) বললেন আরশাদ ওয়ারসি (Arshad Warsi)। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর প্রতিক্রিয়ার ফলে এবার প্রভাস অনুরাগীদের কটাক্ষের শিকার 'সার্কিট'। কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত 'কল্কি ২৮৯৮ এডি' (Kalki 2898 AD) ছবি দেখার পর নিজের হতাশা প্রকাশ করে এই মন্তব্য করেন আরশাদ। এবার ট্রোলের শিকার তিনি।
প্রভাস প্রসঙ্গে কী বলেন আরশাদ ওয়ারসি?
সমিশ ভাটিয়ার শো 'আনফিল্টার্ড'-এ সম্প্রতি এসেছিলেন আরশাদ ওয়ারসি। সেখানেই তিনি জানান যে 'কল্কি ২৮৯৮ এডি' ছবিতে প্রভাসের 'ভৈরব' চরিত্র বিশেষ পছন্দ হয়নি তাঁর। তাঁকে প্রশ্ন করার হয় সাম্প্রতিক কোন ছবি তাঁর পছন্দ হয়নি। উত্তরে অভিনেতা বলেন, 'আমি কল্কি দেখেছি যা আমার একদম পছন্দ হয়নি। প্রভাস, আমি সত্যই দুঃখিত, ও কেন এরকম... ওঁকে জোকারের মতো লাগছিল। কেন? আমি সেখানে Mad Max দেখতে চাই। ওখানে আমি Mel Gibsonকে দেখতে চাই। তোমরা ওঁকে কী বানিয়ে দিয়েছ, কেন করো এরকম? আমি বুঝতেই পারি না।'
এই ভিডিও প্রকাশ্যে আসতেই আরশাদকে কটাক্ষের শিকার হতে হয়েছে। আরশাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে কটাক্ষের বন্যা, অপমানের ঝড় প্রভাস অনুরাগীদের তরফে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই বিষয়ে সরব হয়েছেন। একাধিক প্রভাস-অনুরাগী এই মন্তব্যের প্রতিবাদ করে আরশাদকেই 'জোকার' বলে সম্বোধন করেছেন। আবার অনেকেই আরশাদকে এক প্রকার চোখে আঙুল দিয়েই বক্স অফিসে 'কল্কি ২৮৯৮ এডি'র সাফল্যের কথা মনে করিয়ে দিয়েছেন। এই ছবি বিশ্বজুড়ে বক্স অফিসে ১০০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। অনেকেই আবার অনুরাগীদের এই কুমন্তব্যের বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন। তাঁদের দাবি, 'যে দেশে ক্রিকেটার, অভিনেতা বা রাজনীতিকদের ঈশ্বরের মতো পুজো করা হয় সেখানে এমন প্রতিক্রিয়া স্বাভাবিক।' আবার কেউ কেউ বললেন আরশাদ যদি এমন মন্তব্য শাহরুখ খান বা সলমন খান সম্পর্কে করতেন, তাতেও এই ধরনেরই প্রতিক্রিয়া পেতেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।