সুদীপ চক্রবর্তী, ইসলামপুর: দলীয় কর্মীদের সঙ্গে আলোচনার সময় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক তৃণমূল নেতা বাপী রায়। জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও একজন নেতা মহম্মদ সাজ্জাদ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে (Islampur News)। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়।


আরও পড়ুন: Kunal Ghosh: মিষ্টিমুখের ঘোষণা হয়েছিল দুপুরেই, সন্ধেয় বিজেপি-র কল্যাণকে রসগোল্লার হাঁড়ি পাঠালেন কুণাল


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুরে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে  একটি রেস্তোরাঁয় বসে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার সময় একজন তৃণমূল নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। অজ্ঞাত পরিচয়ের ওই দুষ্কৃতীদের গুলিতে জখম হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে আরও একজন তৃণমূল নেতা। বিষয়টিকে নিয়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে ওই এলাকায়। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনাটির তদন্ত শুরু করে অজ্ঞাত পরিচয়ের ওই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


এপ্রসঙ্গে হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ তৃণমূল নেতা জানান, তাঁরা ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত এক রেস্তোয়াঁয় বসে দলীয় কর্মীদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সেই সময় আচমকা অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা এসে এলোপাথাড়ি গুলি চালায়। এর ফলে তাদের একজন নেতা গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি কপালজোরে বেঁচে গেছেন। 


আরও পড়ুন: Kolkata Weather: রবিবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া, বৃষ্টির পরিমাণ কি বাড়ব?


এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরই তৃণমূলকে কটাক্ষ করেছেন ইসলামপুরের স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের কথায়, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই এই ধরনের ঘটনা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আর বর্তমানে তো আরও খারাপ অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। ইসলামপুরের ওই রেস্তোরাঁয় যা ঘটেছে তাতে ঘাসফুল শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের কথাই প্রকাশ্যে এসেছে।


যদিও এই হামলার ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি তুলেছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Donald Trump Injured : ট্রাম্পের সমাবেশে দুষ্কৃতী হামলা, কানে গুলি লাগল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের ! তারপর...