কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে জেলায় জেলায় বিস্ফোরণ, বোমাবাজি। ৬ নভেম্বর সিউড়িতে বালিঘাটের দখল ঘিরে তৃণমূলের সংঘর্ষে বোমাবাজি, খুন হয়। এরপর ১৪ নভেম্বর সাঁইথিয়ায় বোমা বিস্ফোরণে পা উড়ল গ্রামবাসীর। ১৬ নভেম্বর মিনাখাঁয় মামার বাড়িতে এসে বোমা ফেটে মৃত্যু নাবালিকার। ১৬ নভেম্বর কুলপিতে বোমা ফেটে জখম দুই কিশোর। ১৬ নভেম্বর কেশপুরে তৃণমূলের মিছিলে বোমাবাজির ঘটনা ঘটে। ১৮ নভেম্বরে কৃষ্ণনগরের নগেন্দ্রনগরে বোমাবাজি।
নদিয়ার কৃষ্ণনগরের বোমাবাজির অভিযোগ: ইতিমধ্যেই বীরভূমের সাঁইথিয়া, পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মতো একাধিক জেলায় গত কয়েকদিনে বিস্ফোরণ ও বোমাবাজির ঘটনা ঘটেছে। এবার নদিয়ার কৃষ্ণনগরের বোমাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। গতকাল রাতে নগেন্দ্রনগরে একদল দুষ্কৃতী এলাকায় তাণ্ডব চালায় ও বোমাবাজি করে বলে অভিযোগ। মুহুর্মুহু বোমা পড়ে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। কয়েকটি বাড়িতে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ। কৃষ্ণনগর যুব তৃণমূলের শহর সভাপতি কৌশিক বিশ্বাসের দাবি, তৃণমূলের এক কর্মীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন ওই হামলা ও বোমাবাজি হয়। রাতেই ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। তবে কারা হামলা চালাল, তা এখনও পরিষ্কার নয়।
পঞ্চায়েত ভোটের আগেই উত্তেজনা: বছর ঘুরতেই পঞ্চায়েত ভোট! সাঁইথিয়া, কেশপুর, মিনাখাঁ, কুলপি, গত কয়েকদিনে বিস্ফোরণ, বোমাবাজিতে কেঁপে উঠেছে রাজ্যের একাধিক জায়গা। আজ ঘটনাস্থল নদিয়ার কৃষ্ণনগর। তৃণমূল নেতার জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন চলল বোমাবাজি!ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাইক। অভিযোগ, পুলিশের সামনেও চলে বোমাবাজি! ঘটনাস্থল থেকে বেশ কিছু তাজা বোমাও উদ্ধার করে পুলিশ।
এমনকি ধারাল অস্ত্র নিয়ে বাড়িতে চড়াও হয়ে তৃণমূল নেতার স্ত্রীকেও হুমকির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে যে তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটছে। তিনি স্থানীয় কাউন্সিলর পলাশ দাস ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
বোমাবাজির নেপথ্যে কি তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব? কৃষ্ণনগর উত্তরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্রাট পালের কথায়, আমার ওয়ার্ডে অনেকেই আমরা সঙ্গে থাকে। পাড়ার দ্বন্দ্ব। এর পিছনে কারা আছে জানি। দলে সেটা বলব। সাম্প্রতিক অতীতে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া। কলকাতার উপকণ্ঠে নরেন্দ্রপুরে বোমাবাজির শিকার শৈশব। মিনাখাঁয় বিস্ফোরণে মৃত্যু হয় নাবালিকার। দক্ষিণ ২৪ পরগনার কুলপিতেও জখম হয় ২ কিশোর। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বীরভূমের সাঁইথিয়ায় বোমাবাজিতে মৃত্যু। সিউড়ি, পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বোমাবাজির ঘটনা ঘটেছে । পঞ্চায়েত ভোটের আগে কোথা থেকে আসছে এত বোমা? কী উদ্দেশ্যে মুড়ি মুড়কির মতো বোমা মজুত?এখনই এই পঞ্চায়েতে কী হবে? প্রশ্ন বিরোধীদের। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার জানিয়েছেন, বোমাবাজির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। ৪ জনকে গ্রেফতার করা হয়ছে।