কলকাতা: গরু পাচার নিয়ে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ট্যুইটে করে তিনি দাবি করেছেন, মমতা (Mamata Banerjee)-পুলিশ গরু পাচারের ব্যবস্থা করে দিচ্ছে। এনিয়ে বিরোধী দলনেতাকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূলও (TMC)।






গরু পাচার (Cow Smuggling) মামলায় জেলে বন্দি বীরভূমের (Birbhum) জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচারের টাকা কার কার কাছে কীভাবে পৌঁছেছে, তার তদন্ত করছে সিবিআই (CBI) এবং ইডি (ED)। এই প্রেক্ষাপটে সেই গরু পাচার নিয়েই বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তিনি ট্য়ুইট করে দাবি করেছেন


মমতা (Mamata Banerjee)-পুলিশ রাজ্য সড়ক ও আসানসোল-রানিগঞ্জ-বাঁকুড়া সার্কিটের জেলা সড়ক দিয়ে গরু পাচারের ব্যবস্থা করে দিচ্ছে। পশ্চিম বর্ধমানের আসানসোলে, নিউ এগারা গ্রামের বাসিন্দারা, বিহারের নম্বরপ্লেট এবং RJD প্রতীক লাগানো দুটি গাড়ি ধরেছেন। 


ট্যুইটের সঙ্গে এই ভিডিওটিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা। যদিও, তাঁর অভিযোগকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ডিসেম্বর-হুঁশিয়ারি নিয়ে রাজনৈতিক চাপানউতোরের শেষ নেই। এমাসের ১২, ১৪ এবং ২১ তারিখের কথা উল্লেখ করে, সেদিকে নজর রাখার ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে কৌতুহলের পারদ সপ্তমে চড়িয়েছেন তিনি। তার মধ্যে এবার নতুন মাত্রা যোগ করল গরু পাচার নিয়ে তাঁর তোলা অভিযোগ। 


অন্যদিকে নন্দীগ্রামের গোকুলনগরে শুভেন্দু অধিকারী। সোনাচূড়ায় কুণাল ঘোষ। জোড়া কর্মসূচি ঘিরে তেতে উঠল রবিবাসরীয় রাজনীতি! বিজেপির বাড়িতে ঢুকে ভোট আনতে হবে। দলীয় কর্মীদের বার্তা দিলেন কুণাল ঘোষ! নন্দীগ্রামে পঞ্চায়েতে ভোটে জিতবে বিজেপিই। চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। 


সামনে পঞ্চায়েতের যুদ্ধ! তার আগে তেতে উঠছে ব্যাটলফিল্ড নন্দীগ্রাম!
রবিবার শুভেন্দু অধিকারী যখন গোকুলনগরে, তখন কুণাল ঘোষ জনসংযোগ সারলেন সোনাচূড়ায়!আর তাঁদের চ্যালেঞ্জ আর পাল্টা চ্যালেঞ্জ ঘিরেই ফের তেতে উঠল নন্দীগ্রামের মাটি।


পঞ্চায়েত নির্বাচনের আগে, পরস্পরের গড়ে ঢুকে হুঙ্কার দিতে ছাড়ছেন না নেতারা ৩ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর ঘরের মাঠ কাঁথিতে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেদিন অভিষেকের নির্বাচনী এলাকা ডায়মন্ড হারবারে সভা করেন শুভেন্দুও।


সেই মেগা ডুয়েলের পরে এবার সোমবার মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই হাজরায় সভা করবেন বিরোধী দলনেতা। পাল্টা কাঁথিতে অধিকারী পরিবারের শান্তিকুঞ্জের দিকে মিছিলের হুঁশিয়ারি দিতে ছাড়েননি কুণাল ঘোষও।